সংক্ষিপ্ত
- ফের বিক্ষোভ ছড়াল কলকাতা পুলিশে
- এবার বিক্ষোভে চার নম্বর ব্যাটালিয়ন
- বিধাননগর কমিশনারেটের বিল্ডিংয়ে ভাঙচুর
- বিক্ষোভ থামাতে এলে চলে ইট বৃষ্টি
ফের করোনাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়াল কলকাতা পুলিশে। এবার বিক্ষোভে কলকাতা পুলিশের চার নম্বর ব্যাটালিয়নের পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, বিধাননগর কমিশনারেটের বিল্ডিংয়ে ভাঙচুর চালায় তারা। বিক্ষোভ থামাতে আসে বিধান নগর কমিশনারেট উচ্চপদস্থ পুলিশকর্মীরা। তাদের ওপরেও চলে ইট বৃষ্টি।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের কলকাতা পুলিশের চার নম্বর পুলিশ ব্যাটেলিয়ানে কোয়ারেন্টাইন সেন্টার করে সেখানে করোনায় আক্রান্ত পুলিশকর্মীদের রাখা হয়েছিল। অভিযোগ, আক্রান্ত পুলিশকর্মীদের ঠিকভাবে চিকিৎসা করা হচ্ছিল না। এছাড়াও ছুটি দেওয়া নিয়েও চলছিল গড়িমসি। সেই কারণে আজ বিকেলের পর এই ব্যাটেলিয়ানের বাকি পুলিশ ফোর্স ভিতরের বিল্ডিংয়ে ভাঙচুর চালায়।
পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধান নগর কমিশনের উচ্চপদস্থ পুলিশ কর্মীরা। অভিযোগ বিধান নগর পুলিশ কর্মীদের উপর উপর হামলা চালানো হয়, ইট ছোড়া হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে বিধান নগরের বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্য়েই পুলিশ ব্যাটেলিয়ান থেকে করোনায় আক্রান্ত পুলিশকর্মীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।