সংক্ষিপ্ত

  • কলকাতার পুজো-কে ঘিরে উন্মাদনা তুঙ্গে
  • এর মধ্যে অন্যতম একটি হল কলেজ স্কোয়ারের পুজো
  • থিম পুজো নয়, তাদের ভাবনায় সাবেকিয়ানা
  • আলোকসজ্জাতেও তারা চমক রাখেন প্রতিবারই
     

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই কৈলাশ থেকে ছেলেপুলেদের নিয়ে বাপির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন 'মা'। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। কলকাতার পুজো মানেই থিমের দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে। সেই থিমের ভাবনাকে পিছনে রেখে এখনও সাবেকিয়ানার ধারা এখন ও বহন করে চলেছে কলেজ স্কোয়ারের পুজো।
  
কলেজ স্কোয়ারের পুজো এই বছর ৭১ বছরে পা দিল। থিম পুজোর ছড়াছড়ি গোটা কলকাতা জুড়ে। থিমের ভিড়ে হারিয়ে যাচ্ছে সাবেকিয়ানা। তাই কলেজ স্কোয়ারের পুজোতে থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। এবছর তাদের মন্ডপ সেজে উঠবে জয়পুর রাজবাড়ির আদলে। মুর্তি থেকে শুরু করে মন্ডপ সর্বত্রই থিমের ছোঁয়া, থিমের ভিড়েও প্রতিবারই নজর কাড়ে কলেজ স্কোয়ারের পুজো। সাবেকি প্রতিমা, উজ্জ্বল আলোকসজ্জায় সবকিছুতেই থাকে সাবেকিয়ানার ছোঁয়া।     
এবছর ভাস্কর সনাতন রুদ্র পাল প্রতিমার দায়িত্বে রয়েছেন। 

গত বছরও তারা সাবেকি ছাঁচেই প্রতিমা বানিয়েছিলেন। প্রতি বছরের মতো এবছরও তারা আলোকসজ্জায় সাজিয়ে তুলবেন মন্ডপ।    

৫৩, কলেজ স্ট্রিট, কলকাতা-৭৩ হল ঠিকানা কলেজ স্কোয়ারের ।