সংক্ষিপ্ত
- রাজভবনে সর্বদল বৈঠক করলেন রাজ্য়পাল কেশরী নাথ ত্রিপাঠী
- বাংলায় চলা অরাজকতাকে সামাল দিতেই এই বৈঠক করেন তিনি
- এদিন বৈঠকে হাজির ছিলেন বিজেপি-র জয়প্রকাশ মজুমদারও
- তিনি বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যপালের গলা শুনেই বোঝা যাচ্ছ তিনি বাংলা নিয়ে বিচলিত
রাজভবনে সর্বদল বৈঠক করলেন রাজ্য়পাল কেশরী নাথ ত্রিপাঠী। বাংলায় চলা অরাজকতাকে সামাল দিতেই এই বৈঠক করেন তিনি।
এদিন বৈঠকে হাজির ছিলেন বিজেপি-র জয়প্রকাশ মজুমদারও। তিনি বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যপালের গলা শুনেই বোঝা যাচ্ছ তিনি বাংলা নিয়ে বিচলিত। সকলকে ডেকে বাংলায় শান্তি ফেরানোর দাবি করা হচ্ছে। আমরা বলেছিলাম রাজ্যে শান্তি নেই। আর এই আলোচোনা থেকেই স্পষ্ট রাজ্যে সত্যিই শান্তি নেই, গণতন্ত্র নেই।
জয়প্রকাশ জানান, এদিন রাজ্য়পালের গলায় আর্তি শুনেই বোঝা গিয়েছে তিনি বাংলার পরিস্থিতি নিয়ে কতটা চিন্তিত। তিনি বলেছেন, এটি কোনও প্রশাসনিক বৈঠক নয়। এটি বাংলায় শান্তির ফেরানোর জন্য বৈঠক।
রাজ্যে আইন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব ভেঙে পড়ছে। মানুষের প্রাণ বিপন্ন। আমাদের সহযোগিতা করার অনুরোধ করেছেন রাজ্যপল। আমরা করব। কিন্তু আসল কাজটা তাঁকেই করতে হবে, যিনি নবান্নে বসে আছেন। কেন্দ্র চালানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তেমনই রাজ্য চালানোর দায়িত্ব মুখ্যমন্ত্ররী উপরেই বর্তায়। এখনও আমরা ক্ষমতায় আসিনি। গণতান্ত্রিক পদ্ধতিতেই আসব। আমরা বাংলাকে হিংসামুক্ত করতে চাই।
প্রসঙ্গত, বৃহবস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন চিকিৎসকরাই। তাঁরা বলেন, মুখ্যমন্ত্রীর কাছে সহমর্মিতা আশা করেছিলাম।