সংক্ষিপ্ত
হাতে আর সময় নেই, তাই শেষ বেলার শপিং সারতে গোটা শহর জুড়ে ব্যস্ততা তুঙ্গে, মহালয়ার দিন বিভিন্ন এলাকায় থাকছে কড়া নজরদারি, হাতিবাগান থেকে নিউ মার্কেট উপচে পড়া ভিড়।
২০২০ কেটেছে কোনও মতে, ভয়ে ভয়ে গুটিকয়েক শপিং(Puja Shopping), আর নাম মাত্র খোলা প্যান্ডেলের প্রবেশদ্বার। তারই মধ্যে মাঝ বয়সী ছেলে মেয়েদের নজরে আসা। ব্যাস এই পর্যন্তই সীমিত ছিল বাঙালি ২০২০-র দুর্গাপুজোয় (Durga Puja 2021)। মহামারীর কোপে ফিকে হয়েছিল শারদীয়ার রঙ। তবে বছর ঘুরতেই পুরোনো ছন্দে ফেরার তাড়া। আর তাই এবছর পুজোয় সতর্কতা থাকলেও ফিকে হয়নি চাকচিক্য।
কোথাও গিয়ে যেন পুনোরো ছবিতেই ভাসল শহর। গত তিন শনি ও রবিবার হাতিবাগান থেকে শুরু করে নিউমার্কেট (new market), রাসবিহারি (Rashbihari) বা গড়িয়াহাটের (Gariahat) ছবিটা ছিল চোখে পড়ার মত। সতর্ক মেনে বা না মেনে কাতারে কাতারে মানুষের ঢল নামে রাস্তায়। সামনেই পুজো, এবছর চুটিয়ে আনন্দ করার আমেজে অনেকেই অপেক্ষায় দিনগুণছিলেন। তবে মেটেনি করোনা অভিশাপ, সতর্কতা জারি সর্বত্র। কিন্তু তা শিকে তুলে চলছে দেদার দরাদরি, পছন্দ করে পছন্দের জিনিসটা বাজেটের ভেতর ব্যাগ পুরে ফেলা।
আরও পড়ুন-অ্যাকোরিয়াম কেবল সৌন্দর্য নয়, পরিবারে সুখ বয়ে আনতেও মোক্ষম উপাদান, জানুন বাস্তু টিপস
আরও পড়ুন-হাতে এক মাসেরও কম সময়, সন্ধিপুজো থেকে অষ্টমী আরতী, চটজলদি জেনে নিন এবার দুর্গাপুজোর নিঘন্ট
তবে করোনা বিধি! মুখের মাস্ক নজরে আসে কারুর হাতে, কারুর ব্যাগে বা করুর কান থেকে ঝুলছে, দোকানদারের ঘেমে নেয়ে এক কাণ্ড, তিনিও তাই মাস্কটি মাঝে মধ্যেই খুলে ফেলছেন, তবে এই সবকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুজোর বাজার। মহালায়ার শেষ পাতের ছবিটাও তাই একই হতে চলেছে। যার ফলে বিভিন্ন এলাকাতে থাকছে পুলিশ, নজরে থাকছে ট্রাফিকও। কারণ শপিং-এর ভিড়ের ঠেলায় বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল প্রায় অচল, বিশেষ করে হাতিবাগান চত্বরে। জিনিসের দাম প্রতিবছরের মতই একই আছে, খুব একটা দামের হেরফের হয়নি। পুজোর কালেকশন নিয়েও সকলে বেজায় খুশিষ সব মিলিয়ে একটা বছরের বিরতির পর এবার পুজোয় গা ভাসাতে চলেছে শহর কলকাতা, তার খানিক আভাাস মিলল শপিং পাড়াগুলো থেকেই।