সংক্ষিপ্ত
সব ঠিক থাকলে আগামী মাস থেকেই কলকাতায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি গ্যাস সরবরাহ করা হতে পারে। কলকাতাই ভারতের একমাত্র মেট্রো শহর যেখানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিকাঠামো এখনও গড়ে ওঠেনি।
কলকাতাবাসীর জন্য এবার সুখবর। এবার থেকে পাইপলাইনের মাধ্যমেই কলকাতায় মিলবে রান্নার গ্যাস। বেশ কিছু আবাসনে এই সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী মাস থেকেই কলকাতায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি গ্যাস সরবরাহ করা হতে পারে। কলকাতাই ভারতের একমাত্র মেট্রো শহর যেখানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিকাঠামো এখনও গড়ে ওঠেনি। আর এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কলকাতার নামও।
এ প্রসঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানির সিইও সত্যব্রত বৈরাগী জানিয়েছেন, মে মাসের শেষের দিকে কলকাতার কিছু পরিবার পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাবেন। কারণ, রাষ্ট্রায়ত্ত সংস্থা দক্ষিণ কলকাতার উরবানা, নিউটাউনের ইউনিওয়ার্ল্ড সিটি এবং রোজডেলের মতো বড় কমপ্লেক্সগুলিতে রান্নার গ্যাসের জন্য পাইপলাইন বসানোর কাজ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি পরিবার ও পরে গোটা কমপ্লেক্সেই এই ব্যবস্থা চালু করা হবে। এক মাসের মধ্যে পরিবারগুলিতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করা যাবে বলে আশাবাদী সত্যব্রত বৈরাগী।
উরবানা, নিউটাউনের ইউনিওয়ার্ল্ড সিটি এবং রোজডেলের কমপ্লেক্সে যথাক্রমে ১ হাজার ২০০ টি, ২ হাজার ৯০০ টি এবং ৭৫০টি পরিবার রয়েছে। বৈরাগী জানান, কলকাতার পরিবেশবান্ধব জ্বালানি বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) স্টেশনগুলির জন্য দুর্গাপুর থেকে ট্যাঙ্কারে করে প্রাকৃতিক গ্যাস আনা হচ্ছে। যা এখন পিএনজি-তেও ব্যবহার করা হবে।
GAIL সূত্রে খবর, আপাতত দুর্গাপুর পর্যন্ত একটি পাইপলাইনের কাজ হয়েছে। বাকিটা একটা অংশ কলকাতা পর্যন্ত করা হয়েছে। কিছু জেলায় গ্যাসের পাইপলাইন পাতার জন্য জমির সমস্যা থেকে গিয়েছে। তবে রাজ্য সরকার এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করছে। সবদিক ঠিক থাকলে ২০২৩ সালে জুন মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসার প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে পারে। এছাড়া Gail-এর পাশাপাশি HPCL-ও পশ্চিমবঙ্গে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি গ্যাস সরবরাহের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে অনেক টাকা বিনিয়োগ করছে।
আরও পড়ুন, 'মোদী-যোগী চুপ কেন', উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছে সরব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
চলতি বছরের ফেব্রুয়ারিতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছিলেন, "গ্যাস পৌঁছে দেওয়ার জন্য আসানসোল, বর্ধমান হয়ে ডানকুনি পর্যন্ত পাইপ লাইনে এসে গিয়েছে। সেখান থেকে কলকাতায় ওই লাইন আনার কাজ চলছে। ১১টি পেট্রোল পাম্পে গ্যাস সরবারহ চালু হয়ে গিয়েছে। এরপর তা বাড়ি বাড়ি পাঠানোর চেষ্টা করা হবে। কলকাতায় ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবারহের কাজ চালু হয়ে যাবে ২০২৪ সালের মধ্য়ে। এরপর কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে ওই ব্যবস্থা চালু করা হবে।" সব ঠিক থাকলে কলকাতার বেশ কিছু কমপ্লেক্সে এই গ্যাস পৌঁছে যাবে।
আরও পড়ুন- 'হাওড়া বিল আটকে রেখেছেন', নাম না করে রাজ্যপালকে 'দাদু' বলে কটাক্ষ ফিরহাদের