পুরভোটের ফলপ্রকাশের পর অনুব্রত মণ্ডল বলেন, "বিজেপির লজ্জা হওয়া উচিত। বিধানসভায় বাম-কংগ্রেস জোট হয়েছিল বলেই বিজেপি অতগুলো আসন পেয়েছিল। ওরা জোট না করলে বিধানসভায় বিজেপি অতগুলো আসন পেত না। অন্তত ১০ টি আসন কম পেত। জোটকে মানুষ ঘৃণা করেছে, তাই বিজেপিকে ভোট দিয়েছিল।"
- Home
- West Bengal
- Kolkata
- KMC Election Counting Live Updates: পুরভোটে ঝোড়ো ইনিংস তৃণমূলের, আরও বেশি কাজ করার প্রতিশ্রুতি মমতার
KMC Election Counting Live Updates: পুরভোটে ঝোড়ো ইনিংস তৃণমূলের, আরও বেশি কাজ করার প্রতিশ্রুতি মমতার
অবশেষে আজ হতে চলেছে সব প্রতীক্ষার অবসান। রবিবার হয়েছে কলকাতা পুরসাভা ভোট (KMC Election 2021) । আজ তার ফল ঘোষণা। আগামি ৫ বছর কার দখলে যেতে চলেছে ছোট লাল বাড়ি তা পরিষ্কার হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই। সকাল ৮টা থেকে ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা। মোট ১৩ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রতিটি গণনাকেন্দ্রেই থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। হাইকোর্টের নির্দেশে স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। সমস্ত গণনা কেন্দ্রের বাইরে জারি ১৪৪ ধারা। এক একটি ঘরে থাকবে ৭টা করে টেবিল। সকাল ৬টায় গণনা কেন্দ্রে পৌঁছে যাবেন পুলিস কর্মীরা। মোট কাউন্টিং সেন্টার ১১টি। অফিসার মিলিয়ে মোতায়েন মোট ৩০০০ পুলিস। বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই, বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commision)। তবে গণনা কেন্দ্রে করা যাবে না বিজয় উৎসব।
- FB
- TW
- Linkdin
কলকাতায় শক্তিশালী তৃণমূল-গ্রামাঞ্চলে আমরা, পুরভোটে ভরাডুবির পর বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
বিপুল ভোটে জয় তৃণমূলের।কলকাতা পুরভোটে তৃণমূলের জয়ে আনন্দে মাতল ত্রিপুরাও। কারণ সেখানে একন রয়েছে রাজীব বন্দ্য়োপাধ্যায়। চলছে মিষ্টি মুখ-আবীর খেলা।
পুরভোটের গেরুয়া শিবিরের ভরাডুবি হতেই বিজেপির লজ্জা হওয়া উচিত বলে খোঁচা দিলেন অনুব্রত
'সবটাই তৃণমূলের কৌশল' কলকাতা পুরভোটে ভরাডুবি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতৃত্ব
একুশের পুরভোটে ষষ্ঠবারের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। পাঁচবারের বিজেপি কাউন্সিলর তিনি। পুরভোটে সবুজ আবীরের মাঝেই ২২ নং ওয়ার্ডে গেরুয়া রঙ আনলেন বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত।
কলকাতা পুরভোটে তৃণমূলের জয়ে ত্রিপুরায় বিজয় উৎসব
জয়ের উৎসবে মেতেছেন ববি হাকিম এবং তাঁর পরিবারের সদস্যরা
প্রথমবার ৯৮ ওয়ার্ডে তৃণমূলের জয়। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন অরূপ চক্রবর্তী।
পুরভোটে এক তরফা জয়ের পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া
কলকাতা পুর নির্বাচনে তৃণমূলের জয়জয়কারের পর, পশ্চিমবঙ্গে মুখ্য় নির্বাচনী আধিকারিক সৌরভ দাসকে অভিনন্দন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'রয়্যাল নেফিউ' অর্থাৎ 'রাজ-ভাইপো'র স্বপ্ন সফল করেছেন তিনি, এমনটাই অভিযোগ শুভেন্দুর।
'মানুষ ষড়যন্ত্রের জবাব দিয়েছে', পুরভোটে পদ্ম ফুটিয়ে বললেন বিজেপি প্রার্থী সজল ঘোষ।
এদিন অভিষেক বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন,' কলকাতার মানুষ আবারও প্রমাণ করেছে, বাংলায় হিংসা এবং ঘৃণার কোনও স্থান নেই।' টুইটে অভিষেক আরও বলেছেন, 'এত মার্জিনে আমাদের সবাইকে আর্শীবাদ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।
৮২ নং ওর্য়াডে ১৪,৮৬৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম
বিপুল ভোটে জয়ের পথে তৃণমূল। প্রতিক্রিয়ায় জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়..
৫০ নং ওর্য়াডে জয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ
১০১৯ ভোটে জয়ী ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পার্থ সরকার
"৬ষ্ঠ বারের মত কাউন্সিলর নির্বাচিত হতে পেরে আমি খুশি। এটা জনগণ ও বিজেপি কর্মীদের জয়। যারা জনগণের জন্য কাজ করবে তারাই শেষ পর্যন্ত জয়ী হবে। এবার ভোট প্রক্রিয়া নিরপেক্ষ ছিল না। নিরপেক্ষ হলে বিজেপি আরও আসন পেত।" বললেন কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মীনা দেবী পুরোহিত।
বামফ্রন্ট প্রার্থী নন্দিতা রায় জয়ী
পুরভোটের ফলাফল নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্যের প্রতিক্রিয়া