সংক্ষিপ্ত
- ভিআইপি পাশ বন্ধ হলেও বিপদ কমল না
- উল্টে ভিআইপি পাশের বদলে টিকিটের চল শুরু
- এহেন নিয়ম চালু করল উত্তর ২৪ পরগনার বেশকিছু পুজো কমিটি
- নৈহাটির বুকে এই চল দেখে রীতিমতো বিরক্ত সাধারণ মানুষ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সর্বত্র ঠাকুর দেখতে ভিআইপি পাশ বন্ধ হলেও বিপদ কমল না। উল্টে ভিআইপি পাশের বদলে টিকিটের চল শুরু করল উত্তর ২৪ পরগনার বেশকিছু পুজো কমিটি। নৈহাটির বুকে এই চল দেখে রীতিমতো বিরক্ত সাধারণ মানুষ।
ঠাকুর দেখতে রীতিমতো টাকা দিয়ে টিকিট কাটার নয়া নিয়ম চালু হলো উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার নৈহাটি থানার এলাকায়। নৈহাটির বহু ক্লাব সংগঠন ও কালী পুজোর কমিটি ভিড় বুঝে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত টিকিটের দাম তুলছে । নৈহাটির লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন, গোপাল স্মৃতি সংঘ, তেঁতুলতলা যুবক সংঘ, নৈহাটি কাঠগোলা,নৈহাটি রেল মাঠের দিশারী এই মুহুর্তে টিকিট বিক্রি করার ক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে। সাধারণ মানুষের অভিযোগ বেআইনি ভাবে নৈহাটি থানার নাকের ডগায় বসে কালী পুজো কমিটি ও ক্লাব সংগঠন গুলো দর্শনার্থীদের চরা দামে টিকিট কাটতে বাধ্য করছে। সাধারণ মানুষ সেই প্রতারণার স্বীকার হচ্ছেন। ভয়েতে অনেক মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। কিছু দর্শক পুলিশকে জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ। সামাজিক অনুষ্ঠানে এই ভাবে টিকিট কাটার নজির বিহীন ঘটনা উত্তর চব্বিশ পরগনা জেলার শারদীয়া উৎসবে এই প্রথম। স্বাভাবিকভাবেই এই ঘটনার জন্য পুলিশ প্রশাসনের নজরদারির গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।