সংক্ষিপ্ত

  • অবশেষে আগামী বছরের মাধ্যমিক সূচি প্রকাশ হয়ে গেল।
  • আজ বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার সূচি প্রকাশ করল।
  • জানা গিয়েছে ২০২০-তে ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। 
     

অবশেষে আগামী বছরের মাধ্যমিক সূচি প্রকাশ হয়ে গেল। আজ বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার সূচি প্রকাশ করল। জানা গিয়েছে ২০২০-তে ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। 

সাধারণত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই পরের বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। কিন্তু এবার অনেকটা দেরি করেই পরের বছরের সূচি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। 

এবছর ২১ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল। কিন্তু পরের বছরের সূচি প্রকাশ হল ৬ জুন। অর্থাৎ প্রায় ২ সপ্তাহ পরে ফল প্রকাশ হল। 

দেখে নেওয়া যাক আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি- 

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)- প্রথম ভাষা
১৯ ফেব্রুয়ারি (বুধবার)- দ্বিতীয় ভাষা
২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)- ভূগোল
২২ ফেব্রুয়ারি (শনিবার)- ইতিহাস
২৪ ফেব্রুয়ারি (সোমবার)- অঙ্ক
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার)- ভৌতবিজ্ঞান 
২৬ ফেব্রুয়ারি (বুধবার)- জীবন বিজ্ঞান
২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)- ঐচ্ছিক 

চলতি বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল মোট ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ জন। তাদের মধ্যে ছাত্র ছিল ৪ লক্ষ ৪০ হাজার ২১ ও ছাত্রীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৩৫ হাজার ৫৩৭ জন। পরীক্ষা চলেছিল ১২ ফেব্রুয়ারি থেকে ২২ শে ফেব্রুয়ারি পর্যন্ত।