সংক্ষিপ্ত
শ্যামবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বৃ্দ্ধাকে বাঁচালেন শ্যামবাজারের ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিত চট্টোপাধ্যায়।
শ্যামবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বৃ্দ্ধাকে বাঁচালেন কলকাতা পুলিশের এক কর্মী। শ্যামবাজারের একটি হোটেলে আচমকাই লাগে আগুন। ওই হোটের তিনতলায় আটকে যান বছর তিরানব্বই-র বৃদ্ধা। ঘটনাস্থলে পৌঁছে শ্যামবাজারের ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিত চট্টোপাধ্যায় জানতে পারেন যে, ওই হোটেটের তিনতলায় এক বৃদ্ধা আটকে রয়েছেন। এর পর আর দুবার ভাবেননি তিনি। অগ্নিকাণ্ডের মাঝে প্রাণের ঝুঁকিয়ে নিয়েই হোটের তিন তলায় পৌঁছে যান। এরপর ধোঁয়া ও চূড়ান্ত তাপের মধ্যেই ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিজের পিঠে চাপিয়ে নিচে আসেন শ্যামবাজারের ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিত চট্টোপাধ্যায়। ওসি প্রসেনজিত চট্টোপাধ্যায়ের এই ভূমিকায় গর্বিত গোটা কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক করেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি ঘটে শ্যামবাজারে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে। উতচ্তর কলকাতার শ্যামপুুকুর থানা এলাকায় এপিসি রোডের তিনতলা বাড়িটির একতলায় রয়েছে হোটেলটি। সখান থেকেই ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একতলায়। শ্যামপুকুর থানা , শ্যামপুকুর ট্রাফিক গার্ডের পুলিশ এবং দমকলের ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে আগুন আতঙ্কে নিচে নেমে এসেছেন বহুতলের বাসিন্দারা।
আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেল সস্তা হল কি কলকাতায় ? বেরোনোর আগে চোখ রাখুন সারা দেশের জ্বালানীর দরে
জানা গিয়েছে, দমকলের গাড়ি পৌঁছোনোর আগেই শ্যামবাজারের অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শ্যামবাজারের ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিত চট্টোপাধ্যায় এবং কনস্টেবল শ্যামল সিং সর্দার। এরপরেই জানতে পারেন হোটেটের তিনতলায় এক বৃদ্ধা আটকে রয়েছেন। জানা গিয়েছে, শ্যামবাজারের ওই বহুতলের তিনতলায় থাকেন বছর ৯৩-র বৃদ্ধা। তাঁর ছেলে পেশায় ইঞ্জিনিয়ার। চাকরি সূত্রে সিঙ্গাপুর থাকেন। বৃদ্ধা বয়েসের ভারে হাঁটা চলা করতে পারেন না। মঙ্গলবার সকালে তাই আগুন লাগার পর কার্যত ঘরের ভিতর আটকে যান তিনি। তারপর শ্যামল সিং সর্দারের সাহায্য নিয়ে জীবনের ঝুঁকি রেখে ওই বহুতলের তিনতলায় পৌঁছে শ্যামবাজারের ট্রাফিক গার্ডের ওসি।
আরও পড়ুন, '২০৩৬ সাল অবধি বাংলা মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, তারপর শপথ নেবেন অভিষেক', জানালেন কুণাল
এদিকে মাস্কে মুখ ঢেকে তিনতলায় উঠে গিয়ে দেখেন ঘরে ভিতর প্রায় অচেতন অবস্থায় পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। তারপর শ্যামল সিং সর্দারের সাহায্য নিয়ে জীবনের ঝুঁকি রেখে নিজের পিঠে চাপিয়ে বছর ৯৩-র বৃদ্ধা কল্পনা ধরকে উদ্ধার করে আনেন শ্যামবাজারের ট্রাফিক গার্ডের ওসি।গ্যাস সিলিণ্ডারের লিককেই আগুন লাগার কারণ হিসেবে অনুমান করেছেন শ্যামবাজারের ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিত চট্টোপাধ্যায়। এরপরে ওই সিলিণ্ডারকে বাইরে বার করে নিয়ে আসেন ওই ওসি।
আরও পড়ুন, শুভেন্দু বসায় ভেঙে পড়েছিল খাট, ময়নাগুড়ির নির্যাতিতার পরিবারকে নতুন করে কিনে দিল তৃণমূল