সংক্ষিপ্ত

প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায়। মৃত্যু কালীন তার বয়েস হয়েছিল ৭৮ বছর। হাসপাতাল সূত্রে খবর, শনিবার থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম , ' এস কে রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে জানিয়েছেন, প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর পদ্মশ্রী  সুনীল কান্তি রায়ের মৃত্যুতে আমি খুবই বিষন্ন হয়ে পড়েছি। তার মৃত্য়ুতে বঙ্গ ব্যবসায় একটি যুগের অবসান হল। তার আথ্মার শান্তি কামনা করি।' পরিবার সূত্রে খবর, তাঁর পার্থিব শরীরে হাসপাতালে শায়িত রয়েছে। সেখান থেকে যাবে বেলুড়মঠ, এবং তারপর পিয়ারলেসের সদর দফতর সেখান থেকে দেহ যাবে সার্দান এভিনিউয়ের  তার দীর্ঘদিনের বাসভবনে।

পরিবার সূত্রে খবর, বয়েস জনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। উল্লেখ্য, পদ্মশ্রী  সুনীল কান্তি রায় ১৯৮৫ সালে তাঁর দাদা বিকে রায়ের মৃত্যুর পরে পিয়ারলেসের দায়িত্বভার গ্রহণ করেন। রবিবার রাতে প্রয়াত হন এসকে রায়। তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম , ' এস কে রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে জানিয়েছেন, প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর পদ্মশ্রী  সুনীল কান্তি রায়ের মৃত্যুতে আমি খুবই বিষন্ন হয়ে পড়েছি। তার মৃত্য়ুতে বঙ্গ ব্যবসায় একটি যুগের অবসান হল। তার আথ্মার শান্তি কামনা করি।' তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। 

 আরও পড়ুন, ১৮ বছর পার, রবিঠাকুরের চুরি যাওয়া নোবেল হয়নি উদ্ধার, 'সিবিআই না পারলে' তদন্তে তৈরি রাজ্য

আরও পড়ুন, 'দুর্যোগ নিয়ে রাজনীতি নয়', শাহ-র ডোজের পরেই ঘূর্ণিঝড়ে মমতার সরকারকে সাহায্য বার্তা শুভেন্দুর

হাসপাতাল সূত্রে খবর, শনিবার থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। পরিবার সূত্রে খবর, তাঁর পার্থিব শরীরে হাসপাতালে শায়িত রয়েছে। সেখান থেকে যাবে বেলুড়মঠ, এবং তারপর পিয়ারলেসের সদর দফতর সেখান থেকে দেহ যাবে সার্দান এভিনিউয়ের  তার দীর্ঘদিনের বাসভবনে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। আশির দশকের পরে রাজ্যে বাণিজ্যিক যে উৎস্রোত এসেছিল, তার একটা অধ্যায় অবসান হল। 

একটা সময় রাজ্যের বেকারত্ত্ব বেড়ে যাওয়ায় অনেকেই এই সংস্থার এজেন্ট হয়ে কাজ করে রুজিরুটি চালিয়েছেন। রাজ্যের অন্যতম পুরোনো এই সংস্থায় বহু লোকেই লগ্নী করেছে। তবে চলতি বছরে ফের বাংলার বাণিজ্য জগতে হাল ফিরতে চলছে। প্রসঙ্গত,চলতি বছরেই রাজ্যে বিপুল পরিমাণে বিনিয়োগ নিয়ে আসছেন মমতা।। বিজিবিএস সম্পূর্ণ সফল বলেই এবার দাবি করলেন মুখ্যমন্ত্রী। শিল্প সম্মেলন চলাকালীন ৪৮ ঘন্টার মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে বাংলায়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  উল্লেখ্য, এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসরে  মোট ১৪ টি দেশের প্রতিনিধিরা  যোগ দিয়েছিল। মঙ্গলবারেই সেজে ওঠে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার। আমেরিকা, ইতালি, নেদারল্যান্ড, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান কেনিয়ার মতো শিল্প প্রতিনিধিরা এখানে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন, ঘূর্ণীঝড় অশনির জেরে বৃষ্টি শুরু, প্রবল বর্ষণে ভাসতে চলছে কি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ