সংক্ষিপ্ত

  • আপাতত শান্তির বাতাবরণ রাজ্যে।
  • এর মধ্যে সুখবর শোনাল হাওয়া অফিসও।

ভোট শেষ। সব শিবিরে কাঁপন ধরিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায়। আপাতত শান্তির বাতাবরণ রাজ্যে। এর মধ্যে সুখবর শোনাল হাওয়া অফিসও।

তাপপ্রবাহে জেরাবার কলকাতা ও তার পার্শ্ববর্তী আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই অঞ্চলগুলিতে বইতে পারে ঝড়ো হাওয়াও। কিন্তু কোন পথে এল এই সুখবর, ফের কি কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত?

আবহবিদরা বলছেন শুক্রবারই ছোটনাগপুরের মালভূমির ওপরে তৈরি হয় বজ্রগর্ভ মেঘ। দক্ষিণপূর্ব দিকে  যত এগিয়েছে এই মেঘ ততই বৃষ্টি হয়েছে তপ্ত দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। বৃষ্টি হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ার একাংশে। 

আবহবিদদের মতে, আর কিছুক্ষণের মধ্যে সেই মেঘের প্রভাবেই ঝড় বৃষ্টি হতে পারে কলকাতায়। ঝড়বৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও{ কালবৈশাখীর প্রভাবে কমবে তাপমাত্রাও। আগামী কয়েকদিন তাপপ্রবাহের সম্ভাবনাও নেই। কাজেই এবার জমিয়ে উইকেন্ড প্ল্যানটা করে ফেলুন।