সংক্ষিপ্ত

  • একদিনে রেকর্ড সংখ্য়ক করোনা আক্রান্ত রাজ্য়ে
  • ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা পজিটিভ পেসেন্টে ৭৪৩ জন
  •  এর মধ্য়ে মৃত্যু হয়েছে ১৯ জনের, সুস্থ হয়েছেন ৫৯৫ জন
  •  রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ২৩১ জন

একদিনে রেকর্ড সংখ্য়ক করোনা আক্রান্তের সংখ্যা দেখা গেল রাজ্য়ে। শনিবার স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা পজিটিভ পেসেন্টের সংখ্যা ছুঁয়েছে  ৭৪৩ জন৷ এর মধ্য়ে মৃত্যু হয়েছে ১৯ জনের৷ এদিন সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৯৫ জন। পরিসংখ্য়ান বলছে, রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ২৩১ জন৷

এদিন ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯৫ জন৷ সব মিলিয়ে রাজ্য়ে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪,১৬৬ জন৷ যে ১৯ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ৮ জন৷ বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১১০১৮টি৷ তবেএই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৭২ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট ৫৮৯০ জন৷ যা শতাংশের হিসেবে ৪.০১ শতাংশ৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫১টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

রাজ্য়ের সাম্প্রতিক ঘটনাবলী জানাচ্ছে, ইতিমধ্য়েই করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। জ্বরে কাবু হয়েছে বিজেপির অনেক নেতা নেত্রী। সেই কারণে র্য়ালি বন্ধ রাখার কথা বলেছেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। বাস্তবে দেখা গেল বিজেপির রাজ্য় নেতৃত্বের সেই আশঙ্কাই সত্য়ি হল। 

তবে শুধু বিজেপি নয়। ইতিমধ্য়েই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। করোনায় আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তবে সুস্থ হয়ে বাড়ির মুখ দেখেছেন সুজিত।