সংক্ষিপ্ত
- মূলত পশ্চিমি ঝঞ্ঝার জন্য়ই শীত আটকে আছে
- তবে এখনও শীতের অপেক্ষায় কলকাতাবাসী
- শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস
- আজ শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে
ডিসেম্বর মাসের তিন ভাগের মধ্য়ে এক ভাগ শেষ। এখনও শীতের দেখা নেই শহর কলকাতায়। অঘ্রাণ মাসের বাকি দিনগুলিতে পারদ তার নীচে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং রাতের তাপমাত্রা বাড়বে। এরফলে আরও কমবে ঠান্ডার অনুভূতি। মূলত পশ্চিমি ঝঞ্ঝার জন্য়ই শীত আটকে আছে। আবহাওয়ার নিয়মে শীত পড়ার জন্য ঝঞ্ঝা জরুরি।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৩ শতাংশ। এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
ডিসেম্বরের শুরুতে নতুন বাধা হয়ে দাঁড়ায় আরব সাগরের ঘূর্ণিঝড়। পবনের দাপটে উত্তর ভারতে ঠান্ডা বাতাসের অভিমুখ পূর্ব ভারতে বদলে ঘুরে যায় আরব সাগরের দিকে। পবনের পর পর চলে আসে আর একটি অতি গভীর নিম্নচাপ। সেই নিম্নচাপ যাওবা দুর্বল হচ্ছিল, কিন্তু তারই মধ্যে হাজির নতুন বাধা ভূমধ্যসাগরের পশ্চিমি ঝঞ্ঝা। সেজন্য়ই এখনও শীতের অপেক্ষায় শহরবাসী।