সংক্ষিপ্ত
বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৯ বৈশাখ এবং ৩ মে অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে বাঙালিদের মধ্যে সোনা কেনার একটা হিড়িক লক্ষ্য করা যায় । অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল সোনার বাজারে বড় চমক দিয়েছে। মধ্যবিত্তের চিন্তা কমিয়ে বাম্পার অফার দিয়ে একলাফে কমে গেল সোনার দাম। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে মা লক্ষ্মীর কৃপায় ধন্য হতে চান সকলেই। কারণ এই দিনে সোনা কেনা নিয়ে এক প্রচলিত বিশ্বাস রয়েছে। বিশেষ করে সংসারের আর্থিক মন্দা কাটাতে এই বিশেষ দিনে সোনা, রূপা অথবা যে কোনও ধাতব জিনিস কেনাই শুভ বলে মনে করা হয়। এর ফলে সংসারের সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই বিশেষ দিনেই সোনা কিনলে বৃদ্ধি পায় সংসারের সুখ-সমৃদ্ধি। তবে সোনা কিনলেই হল না, কোন বিশেষ সময়ে সোনা কিনলে কোনওদিনও অর্থের অভাব হবে না। এবং সংসারে অর্থ-যশে ভরে উঠবে, জেনে নিন সেই শুভ সময়।
বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৯ বৈশাখ এবং ৩ মে অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে বাঙালিদের মধ্যে সোনা কেনার একটা হিড়িক লক্ষ্য করা যায় । অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল সোনার বাজারে বড় চমক দিয়েছে। মধ্যবিত্তের চিন্তা কমিয়ে বাম্পার অফার দিয়ে একলাফে কমে গেল সোনার দাম। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে মা লক্ষ্মীর কৃপায় ধন্য হতে চান সকলেই। কারণ এই দিনে সোনা কেনা নিয়ে এক প্রচলিত বিশ্বাস রয়েছে। বিশেষ করে সংসারের আর্থিক মন্দা কাটাতে এই বিশেষ দিনে সোনা, রূপা অথবা যে কোনও ধাতব জিনিস কেনাই শুভ বলে মনে করা হয়। এর ফলে সংসারের সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই বিশেষ দিনেই সোনা কিনলে বৃদ্ধি পায় সংসারের সুখ-সমৃদ্ধি। তবে সোনা কিনলেই হল না, কোন বিশেষ সময়ে সোনা কিনলে কোনওদিনও অর্থের অভাব হবে না। এবং সংসারে অর্থ-যশে ভরে উঠবে, জেনে নিন সেই শুভ সময়।
অক্ষয় তৃতীয়ার দিন অনেকের সোনা কেনার প্রচলন রয়েছে। তবে শুধু প্রচলন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের বিশ্বাসও। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় কোনও কিছু ঘরে আনসে বা কোনো কাজ করলে তার ক্ষয় হয় না। মনে করা হয়, এদিন যা কিছু অর্জন করা হয় তা নাকি কোনও দিন শেষ হয় না। তারপর থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার প্রচলন শুরু হয়েছে। এবং অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে এবং সংসারে কোনওদিন অর্থের অভাব হয় না। এই বিশেষ দিনে সোনা কিনলে অর্থ-যশে ভরে উঠবে সংসার।
৩ মে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত শুরু হচ্ছে ভোর ৫ টা ১৮ মিনিট থেকে এবং এই শুভ মুহূর্ত চলবে ভোর ৭ টা ৩২ মিনিট পর্যন্ত। এই বিশেষ দিন সকাল ৯ টা ৪৮ মিনিট থেকে সোনা কেনার শুভ মহরত শুরু হচ্ছে এবং তা চলবে আগামী ৪ ঠা মে ভোর ৬টা ১৪ মিনিট পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিন শুধু সোনাই নয়, সোনা ছাড়াও অন্যান্য জিনিস কেনা শুভ। অক্ষয় তৃতীয়ার সারা দিন যে কোনও জিনিস কিনতে পারবেন। এমনকী এই শুভদিনে জমি কিংবা বাড়িতেও বিনিয়োগ করতে পারেন। এই দিনটিকে মা অন্নপূর্ণার আগমনের দিন হিসেবে ধরা হয়। যার ফলে সোনার জায়গায় অন্ন কিনে আনলেও তা শেষ হয়না বলে মানা হয়। তার উপর ১০০ বছর পর অক্ষয় তৃতীয়ার শুভ যোগ রয়েছে। তাই এই শুভ দিনটিতে সোনা হোক বা অন্যকিছু কিনলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে এবং সংসারে কোনওদিন অর্থের অভাব হয় না।
আরও পড়ুন-সরকারি এই স্কিমে ইনভেস্ট করলে মিলবে ১০ লাখ টাকা, কীভাবে বিনিয়োগ করবেন জেনে নিন
আরও পড়ুন- বাম্পার সুযোগ, ৫০০ টাকারও কম বিনিয়োগ করে কীভাবে কোটিপতি হবে জানেন