সংক্ষিপ্ত
রইল সমস্যা সমাধানের উপায়। নানান পণ্য ব্যবহারেও ত্বকে আসছে না আসলে খাদ্যতালিকায় বদল আনুন। খাদ্যতালিকায় যোগ করুন এই তিনটি খাবার, দ্রুত মিলবে উপকার।
উজ্জ্বল জেল্লাদার দাগহীন ত্বক কে না চায়। ত্বকের নানান সমস্যায় জড়জড়িত থাকে অনেকেই। বিভিন্ন ঋতুতে দেখা যায় বিভিন্ন সমস্যা। কখনও শুষ্ক ত্বক তো কখনও অধিক তেলা ভাব। বর্ষার সময় আবার অনেকের ত্বকে কালো কিংবা সাদা ছোপ দেখা যায়। ত্বক নিয়ে সারা বছর লেগে থাকে নানান সমস্যা। এই সকল সমস্যা থেকে বাঁচতে কী করবেন বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। আজ রইল সমস্যা সমাধানের উপায়। নানান পণ্য ব্যবহারেও ত্বকে আসছে না আসলে খাদ্যতালিকায় বদল আনুন। খাদ্যতালিকায় যোগ করুন এই তিনটি খাবার, দ্রুত মিলবে উপকার।
পালংশাক খেতে পারেন নিয়ম করে। এতে ভিটামিন সি আছে। যা ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। এটি কোষে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। রোজ পালংশাক খেলে বলিরেখাও সহজে আসে না।
খেতে পারেন অ্যাভোকাডো। অ্যাভোকাডো ভিটামিন এ, ডি, ই এবং কে সমৃদ্ধ। অ্যাভোকাডো খেলে ত্বক উজ্জ্বল হবে। ত্বকের কোষ মেরামত করে এই ফল। তেমনই বলিরেখা পড়তে দেয় না। চাইলে অ্যাভোকাডো দিয়ে প্যাক বানিয়েও লাহাতে পারেন। এতেও মিলবে উপকার। অ্যাভোকাডো কোলাজেন উৎপাদনে সাহায্য করে। মেনে চলুন এই বিশেষ টিপস।
খেতে পারেন মাশরুম। মাশরুমে আছে কপার। এই মাশরুম প্রোটিন, কোলাজেন এবং ইলাস্টিনকে সংশ্লেষিত ও স্থিতিশীল করে। রোজ মাশরুম খাওয়া ত্বকের জন্য বেশ উপকারী। এবার থেকে নিয়ম করে এই কয়টি খাবার খান। এতে দূর হবে ত্বকের নানান সমস্যা। তেমনই ত্বকে আসবে জেল্লা।