- Home
- Lifestyle
- Fashion and Beauty
- নারকেল তেল ও মধুর দুর্দান্ত কম্বিনেশন, ১ মাসের মধ্যে গায়েব হয়ে যাবে মুখের বলিরেখা
নারকেল তেল ও মধুর দুর্দান্ত কম্বিনেশন, ১ মাসের মধ্যে গায়েব হয়ে যাবে মুখের বলিরেখা
নারকেল তেলের সাথে কি মিশিয়ে, কিভাবে মুখে লাগালে বলিরেখা দূর হয় জেনে নেওয়া যাক।
18

বয়স বাড়ার সাথে সাথে বার্ধক্যের ছাপ মুখে স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে মুখে বলিরেখা পড়া শুরু হয়।
28
Image Credit : Freepik
বলিরেখা কমাতে অনেকেই নানা চেষ্টা করেন। বাজারে পাওয়া নানা অ্যান্টি-এজিং ক্রিম, তেল ব্যবহার করেন।
38
Image Credit : Getty
কিন্তু এগুলোর ফলাফল সবসময় শতভাগ কার্যকর নয়। নারকেল তেল ব্যবহার করলে মুখের বলিরেখা দূর করা সম্ভব। বিশ্বাস না হলেও এটাই সত্য।
48
Image Credit : Getty
কিন্তু নারকেল তেলের সাথে কি মিশিয়ে, কিভাবে মুখে লাগালে বলিরেখা দূর হয় জেনে নেওয়া যাক।
58
নারকেল তেলের সাথে মধু মিশিয়ে নিয়মিত মুখে লাগালে অল্প সময়ে বলিরেখা দূর করা সম্ভব। এর জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে।
68
এই পদ্ধতিটি সপ্তাহে দুই-তিনবার অনুসরণ করুন। নিয়মিত এভাবে চলতে থাকলে মুখে বলিরেখা পড়বে না।
78
মধু ত্বকের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। শুষ্ক ত্বকের সমস্যা কমায়। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে।
88
নারকেল তেল ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে। এতে ত্বক ঝুলে পড়া বা বলিরেখা পড়া থেকে রক্ষা পায়।
Latest Videos