ঘরে তৈরি বিভিন্ন রকম উপকরণ দিয়ে যেমন হলুদ নিম পাতা নারকেল তেল দিয়ে তৈরি ফেসপ্যাক। যেগুলি দ্বারা ত্বকের জেলা বাড়ানো উজ্জ্বল ভাব নিয়ে আসা ও দাগ ছোপ ব্রোনো ফুসকুড়ি দূর করা।।
পুজো তো প্রায় এসেই গেল। চারিদিকে পূজো পুজো রব। আর পূজো আসার আগে আগে পুজোর জামাকাপড় কিনতে বেরোনো বা সারাদিন বাইরে থেকে শপিং বা নিত্যদিন কাজের ব্যস্ততার মধ্যে ত্বকের অনেকাংশে ক্ষতি হয়। তাই নিজের ত্বক ও শরীরের যত্ন নিতে সবাই মাসখানেক আগে থেকে শুরু করে দেয়। ত্বক চর্চা ও শরীর চর্চার দিকে দেখতে গেলে বলা খুব দরকার যে পুজোর সময় যদি মুখে কোন কারনে লালচে ধরণের গোটা বা কালো ছোপ দাগ ওঠে তাহলে পুজোর সময় সাজটা পুরোটাই ভেস্তে যায়। এই পূজোর সময় নিজেকে ঝকঝকে দেখাতে পুজোর আগে থেকে অনেকেই ত্বক উজ্জ্বল করতে পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় দেন। এবং এটি ব্যয় সাপেক্ষেও বটে কিন্তু আপনারা জানেন কি? ঘরোয়া এমন কিছু টিপস আছে যেগুলি খুব সহজেই আমরা নিজেদের ত্বক ও শরীর পরিচর্যার উপাদান করে নিতে পারি। এগুলি তৈরি করে ও ব্যবহার করে আপনিও ঝকঝকে ও উজ্জ্বল ত্বক পেতে পারেন। পার্লারের বিভিন্ন প্রোডাক্টে অনেক রকম কেমিক্যাল থাকে। এগুলি ত্বক চুল এবং শরীরে পক্ষে ক্ষতিকারক হতে পারে।। পার্লারের বিভিন্ন প্রোডাক্টগুলি হয়তো তাৎক্ষণিক আপনাকে ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে। কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না এবং হয়তো কিছুদিন পরে নানা রকম ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই পার্লার অথবা দোকান থেকে কিনে আনা কেমিক্যাল প্রোডাক্টগুলি ব্যবহার না করে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি সমস্যার সমাধান হয় তাহলে আপনিও দাগহীন ত্বক ফিরে পেতে পারেন।
যেমন ধরুন ঘরোয়া উপকরণ গুলির মধ্যে হল হলুদ। যেটা আমাদের সবার ঘরে ঘরেই সব সময় প্রস্তুত থাকে। হলুদ এমনই একটি উপকরণ যা রান্না থেকে শুরু করে আপনার বাহ্যিক সৌন্দর্য ত্বকের পরিচর্যাতেও খুবই উপকারী। হলুদ ত্বকের জন্য ভীষণই অ্যান্টিসেপটিক উপাদান। আপনি যদি সপ্তাহে দুদিন করে হলুদের একটা ফেসপ্যাক তৈরি করতে পারেন তাহলে আপনার মুখে ত্বক একদিকে যেমন নরম হবে তেমনি মুখে দাগ চোখ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে।
এছাড়া আরেকটি ঘরোয়া উপাদান হল নারকেল তেল। আদি অন্তত কাল ধরে আমরা মা ঠাকুমাদের আঙুল থেকে নারকেল তেল কে চুলের একমাত্র পুষ্টিকর উপাদান বলে মনে করে আসছি। তবে নারকেল তেল শুধুমাত্র যে চুলের জন্য উপকারী তা নয়। চুলের পাশাপাশি আপনি এটিকে ত্বকে ব্যবহার করতে পারেন। এমনকি নারকেল দিয়ে তেল যদি সুন্দরভাবে মেকআপ রিমুভ করতে পারেন। এছাড়া আপনি এক চামচ নারকেল তেলের সাথে মধু মিশিয়ে একটা প্যাক বানিয়ে মুখে মাখতে পারেন তাহলে আপনার ত্বকের জেল্লা খুব তাড়াতাড়ি ফিরে আসবে।
হলুদ ও নারকেল তেলের মতো আরো একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান হলো নিম ফেসপ্যাক। অর্থাৎ নিমপাতা একটি খুবই প্রয়োজনীয় উপকরণ যা হলো অ্যান্টিবায়োটিক হিসাবে ধরা হয়। এছাড়া অ্যান্টিসেপ্টিকও বটে। প্রতি সপ্তায় যদি আপনি একটি করে নিমের ফেসপ্যাক বানিয়ে লাগাতে পারেন তাহলে খুবই উপকৃত হবেন। যেমন এক চামচ নিম গুড়ো গোলাপজল মিশিয়ে যদি একটা পেজ তৈরি করে মুখে লাগাতে পারে তাহলে আপনার মুখে কালো দাগ থেকে শুরু করে সমস্ত রকমের দাগ ছোপ ও ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
