- Home
- Lifestyle
- Fashion and Beauty
- উৎসবের দিনে অতিরিক্ত মেকাপ ব্যবহারে ত্বক নষ্ট? ঘরোয়া উপায়ে ফিরিয়ে আনুন পুরনো জেল্লা
উৎসবের দিনে অতিরিক্ত মেকাপ ব্যবহারে ত্বক নষ্ট? ঘরোয়া উপায়ে ফিরিয়ে আনুন পুরনো জেল্লা
Skin Care Tips: উৎসবের মরশুমে দেদার মেকাপ ব্যবহারে ত্বকের বারোটা বেজে গিয়েছে। ত্বকের জেল্লা ফেরাতে মেনে চলুন ঘরোয়া কিছু টিপস। ব্যবহার করুন টক দই। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ত্বকের যত্নে টক দই
টক দইয়ে রয়েছে প্রাকৃতিক এক্সফোলিয়েটর। এছাড়াও টক দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মরা কোষ পরিষ্কার করে ত্বককে সতেজ ও মসৃণ করে তোলে।ফলে রূপচর্চায় আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন এই দই।
ট্যানিং দূর করে
সপ্তাহে নিয়মিত দই ব্যবহার করলে রোদে পোড়া দাগ অনেকটাই কমে যায়। ত্বক ফিরে পায় উজ্জ্বলতা ও মসৃণতা। এছাড়াও এটি ত্বককে আর্দ্র ও কোমল রাখে এবং ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
দাগ হ্রাস করে
মুখের কালো দাগ বা পিগমেন্টেশনের সমস্যায় দই কার্যকর। নিয়মিত ব্যবহার করলে দাগ হালকা হয় এবং মুখ অনেকটা পরিষ্কার দেখায়। এছাড়াও টক দই ব্যবহারে ত্বকের ছিদ্র আটকে যাওয়া রোধ করে এবং ব্রণের চিকিৎসা করতে সাহায্য করে।
প্রাকৃতিক উজ্জ্বলতা
রাসায়নিক ছাড়াই দইয়ের মাধ্যমে মুখে আসে ন্যাচারাল গ্লো। মাত্র এক সপ্তাহ ব্যবহার করলে ত্বক নরম ও ফ্রেশ দেখাবে। এবং টক দইয়ের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ কমাতে সাহায্য করে। এটি ত্বকের গভীরে প্রবেশ করে অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে, ফলে নতুন ব্রণ হওয়ার প্রবণতাও কমে।
বলিরেখা দূর
টক দইতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ল্যাকটিক অ্যাসিড ত্বকের বলিরেখা ও সূক্ষ্ম রেখা কমাতে সাহায্য করে। এছাডা়ও এটি ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং ত্বককে টানটান রাখতে সাহায্য করে।
