সংক্ষিপ্ত

পুজোর পর রুক্ষ্ম ও ক্ষতিগ্রস্ত চুলের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় ব্যবহার করুন। ডিম, দই, মেথি, কলা এবং মধু দিয়ে তৈরি প্যাক চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে সাহায্য করবে।

পুজোর কদিন জমিয়ে হয়েছে সাজগোজ। নানা রকম চুলের স্টাইলিং করেছেন অনেকে। এই করতে গিয়ে চুলের বারোটা বেজে গিয়েছে। কারও চুল রুক্ষ্ম হয়ে গিয়েছে তো কারও চুল পড়ার সমস্যার বেড়ে গিয়েছে। এবার চুলের সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই তিন উপায়। রইল বিশেষ টিপস। মিলবে উপকার।

ডিমের প্যাক

চুলের যত্নে ব্যবহার করতে পারেন ডিমের প্যাক। একটি পাত্রে ডিম নিন। তাতে দুই টেবিল চামচ দই দিন। এবার মেশান ১ টেূবিল চামচ অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। ভালো করে শ্যাম্পু করবেন তা না হলে ডিমের গন্ধ থেকে যাবে।

মেথি ও দই-j প্যাক

চুলের যত্নে মেথি ও দই দিয়ে তৈরি প্যাক লাগাতে পারেন। প্রথমে মেথি ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সকালে তা বেটে নিন। এবার তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা চুলে লাগান। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

কলা ও মধু-র প্যাক

রুক্ষ্ম চুলের সমস্যা দূর করতে কলা ও মধুর প্যাক লাগান। কলা প্রথমে চটকে নিন। তাতে মেশান পরিমাণ মতো মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

মেনে চলুন এই সকল টিপস। এতে মিলবে উপকার। দূর হবে যাবতীয় চুলের সমস্যা। চুল হবে নরম ও সিল্কি।