সংক্ষিপ্ত

আজ রইল বিশেষ টিপস। পুজোর আগে ত্বকে জেল্লা আনতে মেনে চলুন এই টোটকা।

হাতে মাত্র কটা দিন। তারপরই শুরু হয়ে যাবে প্যান্ডেল হপিং। পুজো নিয়ে সারা বছর ধরে থাকে নানান পরিকল্পনা। কোন দিন কোথায় যাবে, কী খাবেন, কেমন ভাবে সাজবেন এই সব নিয়ে পরিকল্পনা থাকে বিস্তর। সকলের কাছেই পুজোর সাজ খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে গুরুত্ব পায় পুজোর রূপচর্চা। আজ রইল বিশেষ টিপস। পুজোর আগে ত্বকে জেল্লা আনতে মেনে চলুন এই টোটকা।

বেসন ও দই-র প্যাক

একটি পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো দই দিন। এবার তাতে সামান্য মধু দিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

দুধ ও লেবুর প্যাক

ব্যবহার করতে পারেন দুধ ও লেবুর প্যাক। পাত্রে দুধ নিয়ে তাতে লেবুর রস দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

কলা ও দুধ

শুষ্ক ত্বক যাদের তারা কলা ও দুধের প্যাক লাগাতে পারেন। কলা চটকে নিন। এবার তাতে দিন দুধ। ভালো করে চটকে নিন। এবার মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

ওটস ও দুধের প্যাক

প্রথমে ওটস ভালো করে মিহি করে বেটে নিন। এতে মেশান দুধ। মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

এই সকল টিপস মেনে চলুন। এতে ত্বকে আসবে জেল্লা। দূর হবে মুখের সকল দাগ। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।