মুখে ব্রণ ও দাগ শুধুমাত্র মুখের সৌন্দর্যই নয়, আত্মবিশ্বাসও নষ্ট করে। ব্রণ রোধে ঘরে বসেই তৈরি করতে পারবেন এমন একটি ফেস প্যাক সম্পর্কে আলোচনা করা হল।
বয়স নির্বিশেষে প্রায় সকলেরই দেখা যায় এমন একটি ত্বকের সমস্যা হল ব্রণ। বিভিন্ন কারণে ব্রণ হতে পারে। বয়ঃসন্ধিকালে এবং ঋতুচক্রের সময় হরমোনের উৎপাদন ব্রণ সৃষ্টির একটি কারণ। ব্রণ ও দাগ শুধুমাত্র মুখের সৌন্দর্যই নয়, আত্মবিশ্বাসও নষ্ট করে। ব্রণ রোধে ঘরে বসেই তৈরি করতে পারবেন এমন একটি ফেসপ্যাক সম্পর্কে আলোচনা করা হল।
উপকরণ
মধু ১ চামচ
দারচিনি গুঁড়ো ২ চামচ
টক দই ১ চামচ
হলুদ এক চিমটি
লেবুর রস এক চামচ
ফেস প্যাক তৈরির পদ্ধতি
উপরের সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন এবং ১৫ মিনিট রেখে দিন। এরপর প্যাকটি মুখে এবং গলায় ভালো করে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
মধুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাবলী ব্রণ, একজিমা এবং অন্যান্য ত্বকের সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসায় সাহায্য করে। দারচিনির অ্যান্টিসেপটিক গুণাবলী ব্রণের চিকিৎসায় সহায়ক। টক দইয়ের প্রদাহরোধী গুণাবলী ব্রণ কমাতে সাহায্য করে।
কালো দাগ কমানো, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ব্রণ সহ বিভিন্ন ত্বকের সমস্যা দূর করতে লেবু ভালো। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ লেবু। কালো দাগ, দাগ, ব্রণের দাগ কমাতে লেবু সাহায্য করে। এছাড়াও, ব্ল্যাকহেডস এবং শুষ্ক ত্বক দূর করতে লেবু কার্যকর।
