- Home
- Lifestyle
- Fashion and Beauty
- গরমেও মিলবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার স্কিন! চিরকালের জন্য বিদায় নেবে ব্রণ-র সমস্যা
গরমেও মিলবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার স্কিন! চিরকালের জন্য বিদায় নেবে ব্রণ-র সমস্যা
গরমে কীভাবে কমাবেন ব্রণ? জেনে নিন বিশেষ উপায়
| Published : Apr 25 2024, 05:33 PM IST / Updated: Apr 25 2024, 05:53 PM IST
- FB
- TW
- Linkdin
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন
গ্রীষ্মকালে ব্রণর সমস্যাও বাড়ে। সেক্ষেত্রে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। গরমে ত্বকে উপরে ঘাম ও ময়লা জমে ব্রণ-র সমস্যা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে গরমে কীভাবে কমাবেন ব্রণ?
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন
ব্রণ কমাতে বেশ কয়েকটি নিয়ম মানতে হবে। সবার আগে ত্বক ভালো মতো পরিষ্কার রাখতে হবে। কারণ ত্বকের লোমকূপে ময়লা জমে গিয়ে ব্রণ-র সৃষ্টি হয়। তাই নিয়ম করে ফেসওয়াশ ব্যবহার করা জরুরি।
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন
২ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড ব্রণর জন্য খুব ভালো। তাই এমন ক্রিম বা ক্লিনজার ব্যবহার করুন যাতে ২ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে।
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন
মধুতে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। তাই মুখে মধু মেখে রাখতে পারেন। এতে ব্রণ নিরাময় হয়।
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন
টি ট্রি অয়েল ব্যবহার করলে ব্রণ-র সমস্যা দূর হয়।
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন
অ্যালোভেরা জেল ত্বকের জন্য অতযন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ত্বকে নিয়ম মাফিক অ্যালোভেরা জেল ব্যবহার করলে ব্রণ-র সমস্যা দূর হয়।
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন
ব্রণমুক্ত ত্বক পেতে মুখে বার বার হাত দেওয়া বন্ধ করুন। কারণ মুখে বারবার হাত দিলে হাতে থাকা ব্যাকটেরিয়া ত্বকে লেগে ব্রণর সৃষ্টি করে।