সংক্ষিপ্ত

বর্ষার সময় চুল শুকনো হয় না কারওই। সে কারণে চুল থেকে দুর্গন্ধ ছাড়ে। চুলের গন্ধ দূর করতে মেনে চলুন এই কয় টোটকা।

কখনও বৃষ্টি তো কখনও রোজ। টানা কদিন ধরে আবহাওয়ার খেলা চলছে। চারিদিকে স্যাঁতসেঁতে পরিবেশ। এই কারণে ত্বক ও চুল নিয়ে চলছে নানান সমস্যা। অধিকাংশেরই ত্বকে দেখা যাচ্ছে রুক্ষ্ম ভাব। তেমনই কারও মুখে ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। আবার কারও ত্বকে দেখা যাচ্ছে ব্রণ। এরই সঙ্গে চুলের সমস্যায় জর্জরিত অনেকেই। বর্ষার সময় চুল শুকনো হয় না কারওই। সে কারণে চুল থেকে দুর্গন্ধ ছাড়ে। চুলের গন্ধ দূর করতে মেনে চলুন এই কয় টোটকা।

চুলের গন্ধ দূর করতে পারে গোলাপ জল। স্প্রে বোতলে ভরে গোলাপ জল সঙ্গে রেখা দিন। তাতে মেশান পরিমাণ মতো জল। এই বোতল সঙ্গে রেখে দিন। চুল থেকে গন্ধ বের হলে স্প্রে করে দিন।

ওয়াটার বেসড মিস্ট ব্যবহার করুন। বাজারে এখন মিস্ট পাওয়া যায়। আগের দিন শ্যাম্পু করা চুলে লাগাতে পারেন। এতে মিলবে উপকার।

অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করলে মিলবে উপকার। এক গ্লাস জলে দু চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। তা দিয়ে চুল ধুয়ে নিন। এতে মিলবে উপকার।

লেবুর রস বর্ষার চুলের গন্ধ দূর করার জন্য উপকারী। এক গ্লাস জলে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে নিন। তা দিয়ে চুল ধুয়ে নিলে মিলবে উপকার।

এসেনশিয়াল অয়েলের গুণে মিলবে উপকার। চুলের গন্ধ দূর করতে এমন তেল ব্যবহার করতে পারেন। একটি পাত্রে জল নিন। তাতে মেশান কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল। বা মেশাতে পারেন রোজমেরি অয়েল বা জ্যাসমিন অয়েল। তা একটি স্প্রে বোতলে ভরে নিন। এবার তা চুলে লাগান। মিলবে উপকার।