সংক্ষিপ্ত

জীবাণু সংক্রমণের কারণেই মূলত এই সমস্যা দেখা যায়। আবার অতিরিক্ত ঘামের কারণে শরীরের লোমকূপের মুখ বন্ধ হয়ে ফোড়া হতে পারে। যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের এমন ফোড়া হওয়ার আশঙ্কা বেশি।

জীবাণু সংক্রমণ থেকে মূলত ফোড়া তৈরি হয়ে থাকে। শরীরের কোনও স্থানে জীবাণু সংক্রমণ হলে তাদের ধ্বংস করার জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ শুরু করে। জীবাণু সংক্রমণের কারণেই মূলত এই সমস্যা দেখা যায়। আবার অতিরিক্ত ঘামের কারণে শরীরের লোমকূপের মুখ বন্ধ হয়ে ফোড়া হতে পারে। যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের এমন ফোড়া হওয়ার আশঙ্কা বেশি। তেমনই ডায়াবেটিস, ক্যান্সার, ক্রনিক কিডনি ও এইডসের মতো রোগ থাকলে তাদের শরীরে এমন ফোড়া দেখা যায়। তবে, তা পরিষ্কার করে অ্যান্টিসেপটির মলম ব্যবহার করলে সমস্যা থেকে মিলবে মুক্তি।

তবে, ফোড়া বলে অনেকে তা ফাটিয়ে দেন। এই ভুল একেবারেই করবেন না। এর থেকে ইনফেকশন হতে পারে। এছাড়াও, যাদের শরীরে বেশি মাত্রায় ইনফেকশন দেখা যায় তারা মেনে চলুন বিশেষ কয়টি জিনিস। এই কয়টি সহজ পদ্ধতি অনুসরণ করলে সমস্যা থেকে মিলবে মুক্তি।

প্রথমত, পরিষ্কার সুতির পোশাক পরুন। নিয়মিত স্নান করুন ও দাঁত পরিষ্কার করুন। অনেকে একই অন্তর্বাস না ধুয়ে নিয়মিত পরে থাকেন। প্রতিদিন অন্তর্বাস ধুয়ে পরতে হবে। সব সময় পরিষ্কার থাকার চেষ্টা করুন।

যারা বেশি ঘামেন, তাঁরা ঘামাচি পাউডার ব্যবহার করতে পারেন। ঘামের কারণে এই সমস্যা বাড়তে থাকে।

দীর্ঘমেয়াদি রোগ আছে যেমন ডায়াবেটিস বা কিডনি, তাদের শরীরে ফোড়া হয়। এমন রোগে আক্রান্ত হলে চিকিৎসা করিয়ে নিন।

কখনও আঘাত পেলে সঠিক চিকিৎসা না করালে সে স্থানে ইনফেকশন হতে পারে। সেই থেকে এমন ফোড়ার সমস্যা দেখা দেয় অনেকক্ষেত্রে।

ব্যথাহীন ফোড়া থাকলে কোল্ড অ্যাবসেস হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মেনে চলুন এই বিশেষ টিপস। 


আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 
 

আরও পড়ুন

Black Water: যৌবন ধরে রাখতে ক্রমশ বাড়ছে ব্ল্যাক ওয়াটার-এর চাহিদা, জেনে নিন এই জলের উপকারিতা

Travel news: ভারতের উত্তর থেকে দক্ষিণের ৮ জায়গায় বেড়াতে যেতে পারবেন মাত্র ৫০০০ টাকা বাজেটে, কোথায় কীভাবে যাবেন? জেনে নিন