সংক্ষিপ্ত
শীত মানে রুক্ষ্ম ত্বকের সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা কেউ ঠিক করে উঠতে পারেন না। কেউ পার্লার ট্রিটমেন্ট করেন তো কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন। তেমনই আবার কেউ ঘরোয়া প্যাক ব্যবহার করতে চান। তবে, শীতের মরশুমে ত্বকের রুক্ষভাব দূর করার উপযুক্ত প্যাক কোনটি তা বুঝে উঠতে পারেন না অনেকেই। আজ রইল বিশেষ টিপস। মেনে চলুন এই বিশেষ টিপস, জেনে নিন কী ব্যবহার করবেন।
কলা, মধু ও দুধ
প্রথমে কলা চটকে নিন। তাতে মেশান মধু ও পরিমাণ মতো দুধ। তা দিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। ত্বকে জেল্লা আনবে কলা, মধু ও দুধের প্যাক।
ওটস, দই ও হলুদ
প্রথমে ওটস মিহি করে বেটে নিন। হলুদও বেটে নিন। এবার পাত্রে ওটস নিন। তাতে দই দিন। মেশান হলুদ বাটা। প্যাক বানান। তা মুখে লাগান। ত্বকে জেল্লা আনবে ওটস, দই ও হলুদের প্যাক।
বেসন ও গোলাপ জল
প্যাক বানাতে পারেন বেসন ও গোলাপ জল দিন। ত্বকের ভিতরে এই সময় ময়লা জমে যায়। তা সঠিক ভাবে বের না করলে তার থেকে ব্রণ দেখা দেয় কিংবা ত্বক ফাটার সমস্যা দেখা দেয়। একটি পাত্রে বেসন নিন। তাতে গোলাপ জল মিশিয়ে নিন। তা মুখে লাগান। ত্বকে জেল্লা আনবে বেসন ও গোলাপ জলের প্যাক।
অ্যালোভেরা ও ভিটামিন ই ক্যাপসুল
প্রথমে অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। তাতে মেশান ভিটামিন ই ক্যাপসুল। প্যাক বানিয়ে মুখে লাগান। ত্বকে জেল্লা আনবে অ্যালোভেরা ও ভিটামিন ই প্যাক।
দুধের সর ও গ্লিসারিন
দুধের সর ও গ্লিসারিন দিয়ে প্যাক বানান। পাত্রে দুধের সর নিন। তাতে গ্লিসারিন মেশান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা।
গোলাপের পাপড়ি ও দুধের সর
গোলাপের পাপড়ি ও দুধের সর দিয়ে প্যাক বানান। গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিন। তাতে মেশান দুধের সর। মুখ পরিষ্কার করে নিয়ে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা।