সংক্ষিপ্ত

শীতকালে চুলের রুক্ষ্মতা, খুশকি, এবং চুল পড়ার সমস্যা বেড়ে যায়। লেবুর রস, কফি, অ্যাপেল সিডার ভিনেগার, রসুন, এবং কর্পূরের মতো ঘরোয়া উপাদান ব্যবহার করে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যায়। 

শীতের সময় চুল নিয়ে সমস্যা লেগেই থাকে। রুক্ষ্ম ভাব থেকে শুরু করে খুশকির সমস্যা। এরই সঙ্গে ডগা চেরা থেকে শুরু করে চুল পড়ার সমস্যা বাড়তে থাকে। চুলের এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কেউ মোটা টাকা খরচ করে পার্লার ট্রিটমেন্ট করে। তেমনই কেউ আবার ঘরোয়া টোটকা মেনে চলেন। তেমনই কেউ নানান দামি পণ্য মাখেন। এবার রইল বিশেষ টিপস। এই বছর শীতে ব্যবহার করুন এই বিশেষ প্যাক। শীতের মরশুমে একবার ব্যবহারেই দূর হবে খুশকির সমস্যা, জেনে নিন কোন প্যাক ব্যবহার করবেন।

লেবুর রস

পাত্রে পাতিলেবুর রস নিন। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহারে মিলবে উপকার।

কফি

কফি ব্যবহারে মিলবে উপকার। নারকেল তেল গরম করে নিন। তাতে মেশান কফি। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। হালকা ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহারে মিলবে উপকার।

অ্যাপেল সিডার ভিনিগার

একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিন। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহারে মিলবে উপকার।

রসুন

এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে রসুন। রসুন থেঁতো করে রস বের করে নিন। তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে এক বার ব্যবহারে মিলবে উপকার।

কর্পূর

প্রথমে কর্পূর গুঁড়ো করে নিন। পাত্রে নারকেল তেল নিন। তাতে মেশান কর্পূর। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহারে মিলবে উপকার।

মেনে চলুন এই সকল টোটকা। এতে মিলবে উপকার। দূর হবে খুশকির সমস্যা। শীতের মরশুমে একবার ব্যবহারেই দূর হবে খুশকির সমস্যা। মেনে চলুন এই সকল টোটকা।