সংক্ষিপ্ত

পুজোর আগে উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন রাঙা আলুর বিশেষ ফেসপ্যাক। এই প্যাকের গুণে মুহূর্তে দূর হবে ত্বকের যাবতীয় দাগ। জেনে নিন কীভাবে বানাবেন এই প্যাক।

উজ্জ্বল ব্রণ ও দাগ হীন ত্বক কে না চান। আর সামনেই পুজো। ফলে ত্বকের সমস্যা দূর করতে মরিয়া সকলে। এই সময় কী করবেন কী না তা সহজে কেউই ঠিক করে উঠতে পারছেন না। আজ রইল বিশেষ টিপস। পুজোর আগে উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন রাঙা আলু, এই প্যাকের গুণে মুহূর্তে দবর হবে ত্বকের যাবতীয় দাগ। জেনে নিন কীভাবে বানাবেন এই বিশেষ ফেসপ্যাক।

প্রথমে গোটা রাঙা আলু সিদ্ধ করে নিন। এবার খোসা ছাড়িয়ে নিন। একটি পাত্রে নিয়ে সিদ্ধ করা রাঙা আলু ভালো করে চটকে নিন। তাতে এক চা চামচ নারকেল দুধ ও এক চামচ মধু দিন। ভালো করে মিশিয়ে নিন। এবার মুখে লাগান। হালকা ম্যাসাজ করুন। অন্তত ১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে নিন। এতে মিলবে উপকার।

তেমনই যাদের শুষ্ক ত্বক তারা রাঙা আলু দিয়ে অন্য উপায় প্যাক বানান। প্রথমে অর্ধেক রাঙা আলু সেদ্ধ করে নিন। এবার তারে ১ চামচ নারকেল তেল, ১ চামচ মধু, ১ চামচ দুধ ও ১০ ফোঁটা এসেন্সিয়াল অয়েল দিয়ে ভালো করে মেখে নিন। এভাবে প্যাক বানান। তা মুখে লাগান। হালকা ম্যাসাজ করুন। অন্তত ১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে নিন। এতে মিলবে উপকার।

এবার থেকে মেনে চলুন এই বিশেষ টোটকা। হাতে আর দু সপ্তাহ মতো আছে। এই দু সপ্তাহ ব্যবহার করুন রাঙা আলুর ফেসপ্যাক। এতে মিলবে উপকার। দ্রুত দূর হবে যাবতীয় ত্বকের সমস্যা।