- Home
- Lifestyle
- Fashion and Beauty
- Skin Care: পুজোর আগে ত্বকে আসবে জেল্লা, রোজ ব্যবহার করুন এই কয়টি প্যাকের মধ্যে একটি
Skin Care: পুজোর আগে ত্বকে আসবে জেল্লা, রোজ ব্যবহার করুন এই কয়টি প্যাকের মধ্যে একটি
পুজোর সময় ত্বকে জেল্লা আনতে চাইলে বিভিন্ন প্যাক ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা, বেসন, লেবুর রস, হলুদ, দই, দুধ, ওটস, কলা, মধু ইত্যাদি উপাদানের প্যাক ত্বকের জন্য উপকারী। জেনে নিন কী কী করবনে। রইল বিশেষ টিপস।

সারা বছর যেমন ভাবেই কাটুক না কেন, পুজোর কদিন সকলের নজর কাড়তে চলে মরিয়া চেষ্টা। এই কদিন সকলের চোখে সুন্দর দেখাতে কে না চান। এই কারণে পোশাক থেকে অ্যাকসেসরিজ সব দিকে থাকে নজর। তবে, শুধু নিত্যনতুন পোশাক পরলেই হল না এর সঙ্গে ত্বকে জেল্লা আনাও দরকার। আজ রইল বিশেষ টিপস। পুজোর আগে ত্বকে জেল্লা আনতে চাইলে রোজ ব্যবহার করুন এই কয়টি প্যাকের মধ্যে একটি।
অ্যালোভেরা ও বেসন
প্রথমে অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার তাতে মেশান বেসন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
অ্যালোভেরা ও লেবুর রস
প্রথমে অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার তাতে মেশান লেবুর রস। তা ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন ব্যবহারে মিলবে উপকার।
হলুদ ও দই
প্রথমে হলুদ ভালো করে বেটে নিন। এবার হলুদ বাটার সঙ্গে মেশান দই। তা ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন ব্যবহারে মিলবে উপকার। চাইলে রোজই ব্যবহার করতে পারেন এই প্যাক।
হলুদ ও বেসন
হলুদ ভালো করে বেটে নিন। এবার হলুদ বাটার সঙ্গে মেশান বেসন। সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বক পরিষ্কার করতে এই প্যাক ব্যবহার করতে পারেন।
দুধ ও লেবুর রস
যারা অধিক ট্যানের সমস্যায় ভুগছেন তারা ব্যবহার করুন দুধ ও লেবুর রসের প্যাক। পাত্রে দুধ নিন। এবার তাতে দিন লেবুর রস। তা তুলোয় করে মুখ ও হাতে লাগান। যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বক পরিষ্কার করতে এই প্যাক ব্যবহার করতে পারেন। দূর হবে ট্যান।
দুধ ও ওটস
দুধ ও ওটসের প্যাক ত্বকের জন্য বেশ উপকারী। প্রথমে ওটস মিহি করে বেটে নিন। তাতে মেশান দুধ। এবার এই মিশ্রণ ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বক পরিষ্কার করতে এই প্যাক ব্যবহার করতে পারেন।
কলা ও মধু
রোজ ব্যবহার করতে পারেন কলা ও মধুর প্যাক। কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা। শুষ্ক ত্বক যাদের তাদের জন্য উপকারী এই প্যাক।
কলা ও বেসন
কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান বেসন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা। শুষ্ক ত্বক যাদের তাদের জন্য উপকারী এই প্যাক।

