সংক্ষিপ্ত

শীতকালে রুক্ষ্ম চুলের সমস্যা থেকে মুক্তি পেতে আমন্ড অয়েলের নানাবিধ ব্যবহার সম্পর্কে জানুন। নারকেল তেল, অলিভ অয়েল, মেথি, রোজমেরি অয়েল এবং জবা পাতার সাথে আমন্ড অয়েল মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নিন।

শীত মানে রুক্ষ্ম চুলের সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেউ পার্লার ট্রিটমেন্ট করেন তো কেউ দামি পণ্য ব্যবহার করেন। এবার এই সব ভুলে মেনে চলুন সঠিক টোটকা। চুলের যত্ন নিতে শীতে হাতিয়ার করুন আমন্ড অয়েল। চুলের জন্য বেশ উপকারী এই তেল। জেনে নিন কোন উপায় এই রোজমেরি অয়েল ব্যবহারে মিলবে উপকার।

আমন্ড অয়েল ও নারকেল তেল

চুল ভালো রাখতে চাই একটি পাত্রে নারকেল তেল নিন। তাতে সম পরিমাণ আমন্ড নিন। তা স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

আমন্ড অয়েল ও অলিভ অয়েল

একটি পাত্রে সম পরিমাণ আমন্ড অয়েল ও অলিভ অয়েল নিন। তা স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। এবার তা দিয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

মেথি ও আমন্ড অয়েল

একটি পাত্রে মেথি নিন। তাতে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে বেটে নিন। এবার তাতে মেশান আমন্ড অয়েল। এই প্যাক চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একদিন ব্যবহারে মিলবে উপকার।

আমন্ড অয়েল, রোজমেরি অয়েল ও সেসমি অয়েল

একটি পাত্রে সম পরিমাণ রোজমেরি অয়েল, আমন্ড অয়েল ও সেসমি অয়েল নিন। তা দিয়ে ম্যাসাজ করুন। নির্দিষ্ট সময় পর শ্যাম্পু করে নিলে মিলবে উপকার।

আমন্ড অয়েল ও জবা পাতা

প্রথমা জবা পাতা নিয়ে তা ভালো করে ধুয়ে নিন। এবার রোদে শুকনো হতে দিন। তা থেকে জবা গুঁড়ো তৈরি করুন। এবার তার সঙ্গে মেশান আমন্ড অয়েল। এই তেল চুলে লাগিয়ে নিন। নির্দিষ্ট সময় পর শ্যাম্পু করে নিলে মিলবে উপকার।