সংক্ষিপ্ত

এই বিশেষ উপায় তৈরি করুন কলার ফুট মাস্ক, দূর হবে পা ফাটার সমস্যা। জেনে নিন কোন উপায় মিলবে উপকার।

শীতের মরশুম পা ফাটার সমস্যায় কম-বেশি ভুগে থাকেন সকলে। এই সময় নোংরা জমে ও রুক্ষ্ম আবহাওয়ার কারণে পা ফাটে সকলের। সমস্যা থেকে মুক্তি পেতে নানা রকম প্যাক ব্যবহার করেন অনেকে। আবার কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন। এবার এই বিশেষ উপায় তৈরি করুন কলার ফুট মাস্ক, দূর হবে পা ফাটার সমস্যা। জেনে নিন কোন উপায় মিলবে উপকার।

একটি কলা, ৩ থেকে ৪ চামচ মধু আর একটি পরিষ্কার কাপড় নিন। এবার একটি পাত্রে কলা নিয়ে ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান ৩ থেকে ৪ চামচ মধু মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্রথমে পা ভালো করে পরিষ্কার করে নিন। এবার পায়ে লাগান সেই প্যাক। হয়ে গেলে কাপড় মুড়ে নিন পায়ে। অন্তত ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালো করে পা ধুয়ে নিন। এতে মিলবে উপকার।

কলা ও দুধ দিয়ে প্যাক বানান। একটি কলা চটকে নিন। তাতে মেশান দুধ ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার প্রথমে পা পরিষ্কার করে নিন। এবার পায়ে লাগান সেই প্যাক। অন্তত ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালো করে পা ধুয়ে নিন। এতে মিলবে উপকার।

কলা ও এসেনসিয়াল অয়েলের প্যাক বানাতে পারেন। একটি কলা চটকে নিন। তাতে মেশান এসেনসিয়াল অয়েলের। প্যাক বানান। এবার প্রথমে পা পরিষ্কার করে নিন। এবার পায়ে লাগান সেই প্যাক। অন্তত ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালো করে পা ধুয়ে নিন। এতে মিলবে উপকার। মেনে চলুন এই সকল টিপস। মিলবে উপকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

আগামী ১০ বছরে কী হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে আপনার? জানিয়ে দেবে এআই টুলের এই পরীক্ষা

Curry Leaves: ঘুম থেকে উঠে খালি পেটে চিবিয়ে খান কাঁচা কারিপাতা, পাবেন আশ্চর্যজনক উপকারিতা