সংক্ষিপ্ত

শীতকালে রুক্ষ্ম, ফাটা ও চুলকানি ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কফি, চিনি, অলিভ অয়েল, ওটস, দুধ, মধু, দই, অ্যালোভেরা এবং হলুদের মতো উপাদান দিয়ে ঘরোয়া প্যাক ব্যবহার করুন। এই প্যাকগুলি সপ্তাহে কয়েকবার ব্যবহারে ত্বকের উন্নতি লক্ষ্য করা যাবে।

ত্বক নিয়ে নানান সমস্যা লেগে থাকে। রুক্ষ্ম ত্বকের সমস্যা, ত্বক ফাটা কিংবা চুলকানির সমস্যা দেখা দেয় এই শীতের সময়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন ঘরোয়া প্যাক। রইল কয়টি বিশেষ প্যাকের হদিশ।

কফি, চিনি ও অলিভ অয়েল

একটি পাত্রে কফি নিন। মেশান মিহি করা চিনি। এবার তাতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

ওটস, দুধ ও মধু

ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান দুধ। এবার তার সঙ্গে মেশান মধু। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

দই ও মধু

একটি পাত্রে দই নিন। এতে মেশান মধু। আবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

অ্যালোভেরা ও হলুদ

একটি হলুদের টুকরো নিয়ে বেটে নিন। এবার অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। অ্যালোভেরা জেল মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। তার সঙ্গে মেশান হলুদ। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

হলুদ ও দুধের প্যাক

একটি হলুদের টুকরো নিয়ে বেটে নিন। তাতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।