বর্ষার সময় ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার টিপস। মুলতানি মাটি, গোলাপ জল, বেসন, হলুদ, মধু, অ্যালোভেরা, চন্দন ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতি।

বর্ষার সময় ত্বক নিয়ে নানান জটিলতা দেখা দেয়। ব্রণ, রুক্ষ্মা ত্বক তো আছেই। এর সঙ্গে কারও মুখে দেখা যায় কালো প্যাচ ও কালো ত্বকে সাদা সাদা ছোপ দেখা যায়। বর্ষার সময় ত্বক নিয়ে নাজেহাল অবস্থা হয় অনেকেরই। এই সময় সমস্যা থেকে মুক্তি পেতে কেউ পার্লার ট্রিটমেন্টে করেন তো কেউ নানান পণ্য ব্যবহার করেন। সব সময় এতে যে উপকার হয় তা নয়। আজ রইল বিশেষ টিপস। এবার ঘরেই নিন ত্বকের যত্ন। নিষ্প্রাণ ত্বক থেকে পান মুক্তি। জেনে নিন কী করবেন।

মুলতানি মাটি ও গোলাপ জল

ব্যবহার করতে পারেন মুলতানি মাটি ও গোলাপ জল। পাত্রে মুলতানি মাটি নিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। তাতে মেশান গোলাপ জল। এবার তা ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

বেসন ও হলুদ

ব্যবহার করতে পারেন বেসন ও হলুদের প্যাক। বেসন নিন পাত্রে। অন্য দিকে, হলুদ নিয়ে বেটে নিন ভালো করে। বেসনের সঙ্গে হলুদ মিশিয়ে নিন। এবার তা ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। মুখের সকল কালো দাগও দূর হবে।

মধু ও অ্যালোভেরা

অ্যালোভেরা গাছের পাতা নিয়ে জেল বের করে নিন। এবার তা মিক্সিতে পেস্ট করে নিন। তার মধ্যে মেশান মধু। ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

চন্দন ও গোলাপ জল

প্যাক বানান চন্দন ও গোলাপ জল দিয়ে। চন্দন প্রথমে বেটে নিন। চন্দন বাটার সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।