সংক্ষিপ্ত

সরস্বতী পুজোর আগে ট্যান দূর করতে ব্যবহার করুন এই কয়টি প্যাক, জেনে নিন কী কী। আজ রইল কয়টি প্যাকের হদিশ।

আর কদিন পর সরস্বতী পুজো। এই দিনের জন্য প্রস্তুতি চলে বহু আগে থেকে। সরস্বতী পুজোর আগে ট্যান দূর করতে ব্যবহার করুন এই কয়টি প্যাক, জেনে নিন কী কী। আজ রইল কয়টি প্যাকের হদিশ।

লেবুর রস ও মধু

নিয়ম করে লেবুর রস ও মধুর প্যাক বানান। একটি পাত্রে লেবুর রস নিন। তাতে মধু মেশান। ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। দূর হবে শুষ্ক ট্যানের সমস্যা।

শসা ও টক দই

শসা ও টক দই দিয়ে প্যাক বানান। শসা কেটে গ্রেট করে নিন। এবার তার সঙ্গে মেশান টক দই। ভালো করে মিশিয়ে নিন। প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

পেঁপে ও মধু

পেঁপে ও মধু দিয়ে প্যাক বানান। পেঁপে প্রথমে চটকে নিন। তার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। এবার তা প্যাক বানান। পেঁপে ও মধু দিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। দূর হবে শুষ্ক ট্যানের সমস্যা।

আলুর রস

আলুর রস লাগান। আলু কেটে গ্রেট করে নিন। এবার রস আলাদা করে নিন। তুলোয় করে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

টমেটো ও মধু

টম্যাটো ও মধু দিয়ে প্যাক বানান। টমেটো কেটে গ্রেট করে নিন। তার সঙ্গে মেশান মধু। ভালো করে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। দূর হবে শুষ্ক ট্যানের সমস্যা।

সরস্বতী পুজোর আগে ত্বকে জেল্লা আনতে  মেনে চলুন বিশেষ টিপস। সবার আগে ট্যান দূর করুন। মিলবে উপকার। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

খাওয়ার পরপরই ফল খাওয়া বিপজ্জনক হতে পারে, এতে পেটের মারাত্মক সমস্যা হতে পারে।

Rose Day 2024: প্রেমের প্রস্তাবের সময় কেন গোলাপ ফুল দেয়, জেনে নিন এই ফুল দেওয়ার কারণ