সংক্ষিপ্ত
হাতে মাত্র কটা দিন। তারপরই শুরু হয়ে যাবে উৎসব। পুজোর কদিন আনন্দে গা ভাসানোর পালা। এই কদিন সকলেই নিজের মতো করে উপভোগ করতে চায়। তেমনই পুজোর সময় সকলের নজর কাড়ার জন্য চলে মরিয়া প্রচেষ্টা। সে কারণে অনেক আগে থেকে শুরু হয়ে যায়। আজ টিপস রইল চুলের সাজ নিয়ে। পুজোয় সিল্কি চুল পেতে বাড়িতেই নিন যত্ন, রইল বিশেষ প্যাকের হদিশ।
দই ও ডিমের প্যাক
চুলের জন্য বেশ উপকারী দই ও ডিমের প্যাক। একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে দিন দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
কলা ও কাঠবাদাম তেলের প্যাক
লাগাতে পারেন কলা ও কাঠবাদাম তেলের প্যাক। প্রথমে কলা চটকে নিন। তাতে মেশান কাঠবাদাম তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার তা চুলে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে চুল হবে সিল্কি।
অ্যালোভেরা ও নারকেল তেলের প্যাক
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে মেশান নারকেল তেল। প্যাকটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
মধু ও অলিভ অয়েল
প্যাক বানাতে পারেন মধু ও অলিভ অয়েল দিয়ে। একটি পাত্রে মধু নিন। তাতে মেশান পরিমাণ মতো অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্যাকটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।