সংক্ষিপ্ত

পুজোর আগে ত্বকের যত্ন নিতে ঘরোয়া টোটকার জুড়ি নেই। পাতিলেবু ও দুধ, ওটস, মধু ও দুধ এবং টমেটো ও শসার মতো উপাদান ব্যবহার করে তৈরি করুন ত্বকের জন্য উপকারী প্যাক।

হাতে আর মাত্র কটা দিন। তারপরই উৎসবের আনন্দে গা ভাসানোর পালা। পুজোর কদিন সকলেই নিজের মতো করে মেতে উঠতে চান। এই কদিন সব দুঃখ ভুলে আনন্দে গা ভাসানোর পালা। সে কারণে প্রস্তুতি চলে অনেক আগে থেকেই। ফ্যাশন থেকে ফিগার সব দিকে থাকে নজর। তেমনই নজর থাকে ত্বকের দিকে। পুজোয় দাগহীন উজ্জ্বল ত্বক পেতে বাজার চলতি পণ্য না, ঘরোয়া টোটকা মেনে চলুন। জেনে নিন কীভাবে ত্বকে আসবে জেল্লা।

পাতিলেবু ও দুধের প্যাক

ব্যবহার করতে পারেন পাতিলেবু ও দুধের প্যাক। ট্যানের কারণে ত্বকে কালো ছোপ পড়ে অনেকের। একটি পাত্রে দুধ নিয়ে তাতে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। দূর হবে ত্বকের সমস্ত কালো দাগ।

ওটস, মধু ও দুধের প্যাক

ব্যবহার করতে পারেন ওটস, মধু ও দুধের প্যাক। প্রথমে ওটস মিহি করে গুঁড়ো করে নিন। তাতে মেশান মধু ও পরিমাণ মতো দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। দূর হবে ত্বকের সমস্ত কালো দাগ।

টমেটো ও শসার প্যাক

প্রথমে টমেটো কেটে ভিতরের জেলির মতো অংশ বের করে নিন। আবার শসা কেটে তা মিক্সিতে ব্লেন্ড করেন নিন। শসার রসের সঙ্গে টমেটোর জেলির মতো অংশ মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। দূর হবে ত্বকের সমস্ত কালো দাগ।