সংক্ষিপ্ত
শীত মানেই রুক্ষ্ম ত্বকের সমস্যা। তেমনই চুলকানি থেকে শুরু করে ত্বক ফাটা। এই ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন কী করবেন না তা ঠিক করা সঠিন। এবার ত্বকের সমস্যা থেকে মুক্তি দেবে এক চিমটে দারুচিনি। এবার ব্রণ থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ত্বক হবে উজ্জ্বল, শীতের মরশুমে অবশ্যই ব্যবহার করুন এই বিশেষ ফেসপ্যাক।
মধু ও দারুচিনি
একটি পাত্রে দারুচিনি নিন। তাতে মেশান পরিমাণ মতো মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
দই ও দারুচিনি
একটি পাত্রে দই নিন। তাতে মেশান দারুচিনি। ভালো করে মিশিয়ে নিন। তা পুরো মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ব্রণ দূর হওয়ার সঙ্গে দূর হবে ব্রণর দাগ। ত্বক হবে নরম।
অ্যালোভেরা জেল ও দারুচিনি
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করুন। তাতে মেশান দারুচিনি। এবার তা ত্বকে লাগান। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। দূর হবে ব্রণর দাগ। ত্বক হবে নরম।
ডিম ও দারুচিনি
ত্বকের জন্য বেশ উপকারী ডিম ও দারুচিনির প্যাক। একটি পাত্রে ডিমের সাদা অংশ ঢেলে নিন। তাতে মেশান দারুচিনি। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
ব্রণ থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ত্বক হবে উজ্জ্বল এই সকল প্যাকের গুণে। শীতের মরশুমে অবশ্যই ব্যবহার করুন এই বিশেষ ফেসপ্যাক।