সংক্ষিপ্ত
শীতের সময় চুলের হাজার সমস্যা লেগে থাকে। শীতের সময় খুশকি থেকে শুরু করে রুক্ষ্ম চুলের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন ব্যবহার করুন কফির হেয়ার প্যাক, জেনে নিন কীভাবে বানাবেন। রইল কয়টি বিশেষ প্যাকের হদিশ।
দই ও কফি
একটি পাত্রে দই নিন। তাতে মেশান কফি গুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
মধু ও কফি
একটি পাত্রে মধু নিন। তাতে মেশান কফি গুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা চুলের লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
ক্যাস্টর অয়েল ও কফি
একটি পাত্রে ক্যাস্টর অয়েল নিন। তাতে মেশান কফি গুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার।
কফি ও ভিটামিন ই
একটি পাত্রে কফি গুঁড়ো নিন। তাতে মেশান ভিটামিন ই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্পে লাগান। তারপর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। সপ্তাহে এক দিন ব্যবহারে মিলবে উপকার।
কফি ও নারকেল তেল
একটি পাত্রে নারকেল তেল নিন। তাতে মেশান কফি গুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্পে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার।
মেয়োনিজ ও কফি
একটি পাত্রে পরিমাণ মতো মেয়োনিজ নিন। তাতে মেশান কফি গুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। সপ্তাহে এক দিন ব্যবহারে মিলবে উপকার।