সংক্ষিপ্ত
শীতের সময় শুষ্ক চুলের সমস্যায় ভোগেন অনেকেই। এরই সঙ্গে খুশকির সমস্যা দেখা দেয়। এই সকল সমস্যা সমাধানে বাজার চলতি পণ্য ব্যবহার না করে ব্যবহার করুন ঘরোয়া টোটকা। শীতের মরশুমে চুলের যত্ন নিন গ্রিন টি-র গুণে, জেনে নিন কোন উপায় মিলবে উপকার।
গ্রিন টি ও মধু
এক কাপ গ্রিন টি বানিয়ে নিন। এতে মেশান মধু। এবার তা চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
গ্রিন টি ও দই
একটি পাত্রে দই নিয়ে ফেটিয়ে নিন। এবার তাতে মেশান গ্রিন টি গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার।
নারকেল তেল ও গ্রিন টি
একটি পাত্রে নারকেল তেল নিন। তাতে মেশান গ্রিন টি গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন। এই তেল হালকা গরম করে নিতে পারেন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
অলিভ অয়েল ও গ্রিন টি
একটি পাত্রে অলিভ অয়েল নিন। তাতে মেশান গ্রিন টি গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন। এই তেল হালকা গরম করে নিতে পারেন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
গ্রিন টি ও ভিনিগার
এক কাপ গ্রিন টি তৈরি করে নিন। তাতে মেশান পরিমাণ মতো ভিনিগার। এবার তা তুলোয় করে পুরো চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন।