সংক্ষিপ্ত

শীতকালে রুক্ষ, খুশকি এবং ডগা ফাটা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া প্যাক ব্যবহার করুন। অ্যাভোকাডো, ডিম, অলিভ অয়েল, দই, মধু এবং মেথির মতো উপাদান দিয়ে তৈরি প্যাক চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।

শীত মানে রুক্ষ্ম চুলের সমস্যা। রুক্ষ্ম চুল, খুশকির সমস্যা থেকে শুরু ডগা চেরার সমস্যা দেখা দেয়। শীতের সময় সকলেই কম বেশি চুল নিয়ে সমস্যায় ভোগেন। তার থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। চুল ভালো রাখতে কেউ দামি পণ্য ব্যবহার করেন তো কেউ পার্লার ট্রিটমেন্ট করান। এবার এই সব না করে ঘরোয়া প্যাক ব্যবহার করুন। মিলবে উপকার।

অ্যাভোকাডো, ডিম ও অলিভ অয়েল

অ্যাভোকাডো কেটে ভিতরের বীজ বের করে নিন। তা ভালো করে চটকে নিন। এবার তাতে ডিমের হলুদ অংশ, অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

দই, অলিভ অয়েল ও মধু

প্যাক বানান দই, অলিভ অয়েল ও মধু। দই নিয়ে ফেটিয়ে নিন। তাতে মেশান অলিভ অয়েল। মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

ডিম, দই ও মধু

একটি পাত্রে ডিম নিয়ে ফটিয়ে নিন। এবার তাতে দই ও মধু মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

মেথি ও দই

একটি পাত্রে মেথি নিন। তাতে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা বেটে নিন। এবার তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে নিন। তা চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।