সংক্ষিপ্ত
বলিউড তারকাদের মতো উজ্জ্বল ত্বক চান সকলের। ত্বক উজ্জ্বল করতে কম কসরত করেন না। কেউ নিয়মিত পার্লার যান তো কেউ ঘরোয়া প্যাক ব্যবহার করেন। এবার ত্বকে জেল্লা আনতে ভরসা রাখুন মুলতানি মাটির ওপর, বানাতে পারেন এই বিশেষ প্যাক। ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন মুসতানি মাটি। জেনে নিন কী করে বানাবেন প্যাক।
মুলতানি মাটি ও গোলাপ জল
মুলতানি মাটি নিন একটি পাত্রে। তাতে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
মুলতানি মাটি, চন্দনগুঁড়ো ও গোলাপ জল
একটি পাত্রে মুলতানি মাটি নিন। তাতে মেশান গোলাপ জল। মেশান চন্দনগুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
মুলতানি মাটি ও নিমগুঁড়ো
মুলতানি মাটির সঙ্গে নিমগুঁড়ো দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে মুলতানি মাটি নিন। তাতে মেশান নিমগুঁড়ো। ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। যাদের ত্বকে ব্রণর সমস্যা দেখা দেয় তারা এই প্যাক লাগাতে পারেন।
মুলতানি মাটি ও দুধ
মুলতানি মাটি নিন একটি পাত্রে। তাতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
বলিউড তারকাদের মতো উজ্জ্বল ত্বক পেতে চান, তাহলে ভরসা রাখুন মুলতানি মাটির ওপর। বানাতে পারেন এই বিশেষ প্যাক। এতে ত্বকে আসবে জেল্লা । সঙ্গে দূর হবে ত্বকের সমস্যা।