সংক্ষিপ্ত

পুজোর সময় ত্বকের জেল্লা বাড়ানোর জন্য ঘরে তৈরি কিছু ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ওটস, মধু, দুধ, দই ইত্যাদি দিয়ে তৈরি করতে পারেন এই ফেসপ্যাক।

হাতে আর কদিন বাকি। এই এক সপ্তাহ- দশ দিনের মধ্যে ত্বকে জেল্লা আনতে মরিয়া সকলে। আজ রইল বিশেষ টিপস। ত্বকে যত্নে ব্যবহার করুন এই ফেসপ্যাক। এবার পুজোর আগে ব্যবহার করুন ওটসের ফেসপ্যাক। জেনে নিন কোন উপায় ত্বকে আসবে জেল্লা।

ওটস ও মধুর প্যাক

প্রথমে ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক।  

ওটস ও দুধে প্যাক

ওটস ও দুধ দিয়ে প্যাক বানিয়ে নিন। মিহি করে বেটে রাখা ওটসের সঙ্গে মেশান দুধ। তা দিয়ে ঘন করে প্যাক বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক।

ওটস ও দইর প্যাক

ওটস ও দই দিয়ে প্যাক বানিয়ে নিন। মিহি করে বেটে রাখা ওটসের সঙ্গে মেশান দই। তা দিয়ে ঘন করে প্যাক বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন এই প্যাক।

ওটস, মধু ও গোলাপ জল

ওটস, মধু ও গোলাপ জল দিয়ে প্যাক বানান। ওটস মিহি করে বেটে নিন। তাতে মেশান মধু ও গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক।