সংক্ষিপ্ত
চুল নিয়ে শীতের সময় নানান জটিলতা দেখা দেয়। এই সময় কীভাবে উষ্ক খুষ্ক চুলের সমস্যা সমাধান করবেন তা ঠিক করে উঠতে পারেন না। এই সমস্যা থেকে মুক্তি পেতে রইল বিশেষ টিপস। জেনে নিন কী করবেন।
কলা ও মধুর প্যাক
কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। চুল হবে সিল্কি।
অ্যালোভেরা ও অলিভ অয়েল
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। তাতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে চুল হবে সিল্কি।
ডিম ও দইয়ের প্যাক
ডিম ভালো করে ফেটিয়ে নিন। তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা চুলের স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। চুল সিল্কি করতে হবে সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন। এতে মিলবে উপকার।
ডিম ও অলিভ অয়েল
ডিম ভালো করে ফেটিয়ে নিন। তাতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা চুলের স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। শীতের সময় চুল সিল্কি করতে চাইলে সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।