সংক্ষিপ্ত
চুলের যত্নে নারকেল দুধ এবং তিসির তেল ব্যবহার করুন। নারকেল দুধ চুল নরম ও মসৃণ করে তোলে, আর তিসির তেল চুল পড়া রোধ করে।
চুলের যত্নে কী করবেন তা কেউ ঠিক করে উঠতে পারেন না। কেউ পার্লার ট্রিটমেন্ট করেন তো কেউ ঘরোয়া প্যাক লাগান। এবার চুলের যত্ন নিতে লাগান এই দুই বিশেষ উপাদান। এতে মিলবে উপকার।
নারকেল দুধ
চুলের যত্নে ব্যবহার করুন নারকেল দুধ। ভিটামিন ও খনিজ আছে নারকেল দুধে। আছে প্রোটিন। এই নারকেল দুধ দিয়ে চুলে মালিশ করুন। এতে মিলবে উপকার। এই নারকেল দুধ স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। চুল হবে নরম। পুজোর আগে ব্যবহার করুন এই টোটকা। এতে পুজোর আগে চুল হবে মসৃণ ও সিল্কি। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহারেই উপকার পাবেন।
তিসির তেল
চুলের যত্নে ব্যবহার করুন তিসির তেল। এতে মিলবে উপকার। এই তেল স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। চুল হবে নরম। এই তেলের গুণে চুল পড়াও বন্ধ হয়।
এরই সঙ্গে চুলের যত্ন নিতে সঠিক ভাবে মাথা পরিষ্কার করুন। নিয়মিত শ্যাম্পু করলে মিলবে উপকার। এরই সঙ্গে শ্যাম্পু করার আগে এমন উপাদান ব্যবহার করুন যাতে চুল নরম হয়। এতে মিলবে উপকার। নিয়ম করে চুলের যত্ন নিয়ে যাবতীয় চুলের সমস্যা দূর হবে। এরই সঙ্গে চুলের পুষ্টি জোগাতে সঠিক খাবার খান। সবজি, ফল পর্যাপ্ত খান। এতে মিলবে উপকার। চুল ভালো হবে।