সংক্ষিপ্ত

শীতকালে ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি পেতে তুলসী পাতার নানান ফেসপ্যাক ব্যবহার করার টিপস। তুলসী, মধু, চন্দন, মুলতানি মাটির মতো উপাদান দিয়ে তৈরি প্যাক ব্যবহারের পদ্ধতি।

শীতের মরশুমে ত্বক নিয়ে নানান জটিলতা দেখা যায়। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন ভেবে পান না। আজ রইল বিশেষ টিপস। এবার থেকে ব্যবহার করুন তুলসীর প্যাক। শীতে সর্দি-কাশির সমস্যা দূর করতে তুলসী পাতা খান অনেকেই। এবার তুলসী পাতা খাওয়ার সঙ্গে তা মুখে লাগান। ব্যবহার করুন এই বিশেষ প্যাক।

তুলসীর প্যাক

একটি পাত্রে ১০টা মতো তুলসী পাতা নিন। এবার তা ভোলা করে ধুয়ে বেটে নিন। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

তুলসী ও মধুর প্যাক

বেশ কয়টি তুলসী পাতা নিয়ে তা ভোলা করে ধুয়ে বেটে নিন। তাতে মেশান মধু। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

তুলসী ও চন্দনের প্যাক

বেশ কয়টি তুলসী পাতা নিয়ে তা ভোলা করে ধুয়ে বেটে নিন। তাতে মেশান চন্দন বাটা। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে একদিন ব্যবহারে মিলবে উপকার।

তুলসী ও মুলতানি মাটির প্যাক

বেশ কয়টি তুলসী পাতা নিয়ে তা ভোলা করে ধুয়ে বেটে নিন। এবার মুলতানি মাটি নিয়ে তাতে মেশান গোলাপ জল। তাতে দিন তুলসী পাতা বাটা। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে মিলবে উপকার।

এবার থেকে মেনে চলুন এই টিপস। সপ্তাহে ২ থেকে ৩ বার তুলসীর ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।