অফিস কলেজ অনুষ্ঠানে নিত্যযাত্রীদের মেকআপ করার প্রয়োজন পরেই। রোজকার এই প্রসাধনীগুলি ব্যবহারের আগে এর মেয়াদ এবং সঠিক ব্যবহারের নিয়ম জানুন। নাহলে ত্বক ও শরীরের হতে পারে মারাত্মক ক্ষতি।

অফিস, কলেজ, অনুষ্ঠান, নিমন্ত্রণ, ফ্যাশন শো - রোজকার কাজে বেরোলেই মেকআপ চাই চাই! বাজারজাত ত্বক চর্চার প্রসাধনী থেকে শুরু করে মেকআপের সামগ্রী রোজকার সঙ্গী। অনেকেই আছেন এই মেকআপের সামগ্রী বাঁচাতে বা নিজের পছন্দের সেটা খুঁজে পাওয়া যায় না বলে, মাসের পর মাস একই প্রসাধনী ব্যবহার করে চলেন - ঝুঁকি এখানেই।

মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও বা প্রসাধনী শেষ না হওয়া পর্যন্ত একটানা ব্যবহার ত্বকের সংক্রমণ তৈরি করতে পারে।বিশেষজ্ঞরা বলছেন—মেকআপ পণ্যের মেয়াদ সম্পর্কে সচেতন না হলে তা আপনার ত্বক এবং স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে।

জেনে নেওয়া যাক, আপনার কাছে থাকা মেকআপ সামগ্রীগুলির আয়ু কত দিন?

১। মাসকারা

রোজ ব্যবহার করলে মাসকারার মধ্যে ব্যাকটেরিয়া জমে যাওয়ার ঝুঁকি থাকে।

অনেকদিন ধরে ব্যবহার করলে চোখ লাল হওয়া, চুলকানো, এমনকি সংক্রমণ হতে পারে। তাতে ত্বক এবং চোখের ক্ষতি হতে পারে। তাই ৪ থেকে ৬ মাস পর মাসকারা বদল করুন।

২। আইলাইনার

আপনার রোজ ব্যবহৃত আইলাইনারের এক্সপায়ারি পেরিয়ে গেলে চোখে ব্যথা, জ্বালা ও সংক্রমণ বাড়তে পারে। তাই ৬ মাসের বেশি একই আইলাইনার ব্যবহার করবেন না।

৩। ব্লাশ এবং আইশ্যাডো

গুঁড়ো জাতীয় প্রসাধনী হলেও, বারবার ব্যবহারে তাতে ত্বকের মৃত কোষ ও ধুলোমাটি জমতে থাকে। খুব বেশি হলে আয়ু বছরখানেক, তারপর না ব্যবহার করাই ভালো।

৪। ফাউন্ডেশন

ফাউন্ডেশন একবার সিল খোলার পর হাওয়ার সংস্পর্শে এসে দ্রুত অক্সিডাইজ হয়। তাই একটানা এক বছরের বেশি ফাউন্ডেশন ব্যবহার করবেন না। দীর্ঘদিন একই ফাউন্ডেশন ব্যবহার করলে ৱ্যাশ, ব্রণ, এমনকি ত্বকের ক্যানসারও হতে পারে।

৫। মেকআপ ব্রাশ

নিয়মিত ব্যবহার করে থাকলে মেকআপ ব্রাশগুলি সপ্তাহে অন্তত একবার গরম জল ও হালকা সাবানে ধুঁয়ে নেওয়া জরুরি। না হলে ব্যাকটেরিয়া জমে গিয়ে ত্বকে সংক্রমণ হতে পারে।

৬। লিপস্টিক

একটানা ৮ মাসের বেশি একই লিপস্টিক ব্যবহার করবেন না, এতে ঠোঁট শুষ্ক, কালচে হয়ে যেতে পারে, ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে।