সংক্ষিপ্ত
জিনগত কারণে অনেকের শরীরে আঁচিল দেখা যায়। অনেকেই ভয় পান এটি ক্যান্সারের লক্ষণ। আবার কেউ ডায়াবেটিস ও স্থূলতার কারণ ভাবেন।
ত্বক নিয়ে সারা বছর নানান সমস্যা লেগে থাকে। ব্রণ, সাদা দাগ, মেচেদা থেকে শুরু করে ছুলির মতো সমস্যা প্রায়শই ভুগে থাকেন অনেকেই। আবার অনেকে ভোগেন আঁচিলের সমস্যায়। অনেকেই এই সমস্যাকে উপেক্ষা করেন আবার কেউ কেউ বিউটি ট্রিটমেন্ট করানোর কথা ভাবেন। তবে, জানেন কি এই আঁচিল হতে পারে রোগের কারণ।
জিনগত কারণে অনেকের শরীরে আঁচিল দেখা যায়। অনেকেই ভয় পান এটি ক্যান্সারের লক্ষণ। আবার কেউ ডায়াবেটিস ও স্থূলতার কারণ ভাবেন।
বিশেষজ্ঞদের মতে, ত্বকের বাইরের স্তরে কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি হলে আঁচিল হয়। আবার ত্বকের দুটি স্তর পরস্পর ঘষা খেলেও আঁচিল হয়। এ কারণে বগলে. চোখের পাতা, কুচকি কিংবা ঘাড়ে আঁচিল হয় অনেকের। তেমনই শরীরে মেলানিন বেড়ে গেলে এমন আঁচিল দেখা দিতে পারে।
তেমনই জানা গিয়েছে, এটি ত্বকের জন্য ক্ষতিকারক না। তবে, বিভিন্ন স্থানে আঁচিল দেখা গেলে তা অস্বস্তির কারণ হতে পারে। যদি আঁচিলের চারদিকে ব্যথা হয় কিংবা রক্তপাত হয় এক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। ক্রমাগত আঁচিল বৃদ্ধি পেল ফেল না রাখাই ভালো। এটি ক্রামাগত বৃদ্ধি ক্যান্সারের লক্ষণ বতে পারে। তবে, আঁচিল মানেই যে ক্যান্সার তা ভাববেন না। এমন সমস্যা দেখা দিলে ডাক্তারি পরামর্শ নিন। ফেলে না রাখাই ভালো। এই সমস্যা যেমন স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে তেমনই তা সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই সময় থাকতে সচেতন হন। এতে মিলবে উপকার।