সামান্য ঠান্ডা এলেই পা ফাটে? রইল পা ফাটা নিরাময়ের অত্যাধুনিক উপায়
সামান্য ঠান্ডা এলেই পা ফাটে? রইল পা ফাটা নিরাময়ের অত্যাধুনিক উপায়
| Published : Oct 25 2024, 09:15 PM IST
- FB
- TW
- Linkdin
গ্রীষ্মকাল বা শীতকালে অনেকেরই শুষ্ক ত্বকের সমস্যা দেখা দেয়, বিশেষ করে পা ফাটা। এর জন্য ডাক্তারের কাছে যাওয়ার সময় অনেকেরই থাকে না। কিন্তু ঘরোয়া উপাদান দিয়েই এই সমস্যার সমাধান সম্ভব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপাদান দিয়ে পা ফাটা সারাবেন।
প্রথমে মৃত কোষ দূর করতে পা ভালো করে ধুয়ে নিন। তারপর মধু মিশ্রিত পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। এরপর হিল ভালো করে ঘষে নিন। দুই সপ্তাহের মধ্যেই পা ফাটা ভালো হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে পায়ে মধু লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললেও উপকার পাবেন।
মধু শরীরের জন্য খুবই উপকারী। ৩ ভাগ চালের গুঁড়োর সাথে ১ ভাগ মধু এবং অল্প ভিনিগার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট পায়ে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার করলে দুই সপ্তাহেই পা ফাটা থেকে মুক্তি পাবেন।
লেবুর ম্যাসাজ। একটি পাত্রে পানি নিয়ে তাতে ২-৩ টি লেবুর রস মিশিয়ে নিন। এতে পা কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। লেবুর সাইট্রিক অ্যাসিড মৃত কোষ দূর করতে সাহায্য করে। এতে পা ঝকঝকে হয়ে উঠবে।