সংক্ষিপ্ত
পার্লার নয়, ঘরেই করুন দই ফেশিয়াল, পান দাগহীন ত্বক
ঘরে দই ফেশিয়াল: সুন্দর, দাগহীন এবং উজ্জ্বল ত্বক সবাই চায়। এর জন্য অনেকে বিভিন্ন বিউটি প্রোডাক্ট ও স্কিন কেয়ার ব্যবহার করেন, কিন্তু তেমন ফল পাওয়া যায় না। অনেকে আবার দামি পার্লারে গিয়ে ফেশিয়াল করান। ফেশিয়াল ত্বকের জমা ময়লা ও মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে, কিন্তু এর থেকে ত্বকের ক্ষতিও হয়। তাই রাসায়নিক প্রোডাক্ট ছেড়ে ঘরে কিছু সহজ জিনিস দিয়ে ত্বককে উজ্জ্বল করতে পারেন। দই দিয়ে ফেস কেয়ার করলে ত্বক আরও উজ্জ্বল হবে।
দই দিয়ে ক্লেনজিং (Cleansing with yogurt)
ফেশিয়ালের প্রথম ধাপ হল ক্লেনজিং। দইকে ফেস ক্লেনজার হিসেবে ব্যবহার করতে পারেন। এর জন্য ২ চামচ ঘন দই ও ১ চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষন হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে আপনার ত্বক থেকে ময়লা ও মৃত কোষ দূর হয়ে যাবে এবং মুখ একদম পরিষ্কার ও ফ্রেশ লাগবে।
দই স্পেশাল স্ক্রাবিং (Curd Special Scrubbing)
ক্লেনজিংয়ের পর ফেশিয়ালের পরবর্তী ধাপ হল স্ক্রাবিং। স্ক্রাবিং ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে, মৃত কোষ সরিয়ে দেয় এবং দাগ-ছোপ কমাতে সাহায্য করে। দই স্ক্রাবার বানানোর জন্য ২ চামচ দইয়ের সাথে ১ চামচ কফি পাউডার ও ১ চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ৫-৭ মিনিট ধরে হালকা হাতে ম্যাসাজ করে মুখ ধুয়ে নিন।
দই ফেস ম্যাসাজ (Curd face massage)
স্ক্রাবিংয়ের পর ম্যাসাজ করতে হয়। ম্যাসাজ করলে ত্বক নরম, উজ্জ্বল ও গ্লোয়িং লাগে এবং ত্বকের রঙও উন্নত হয়। এর জন্য একটি পাত্রে ২ চামচ দই, ১ চামচ মধু ও আধা চামচ ভিটামিন ই অয়েল মেশান। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ৫-১০ মিনিট ধরে হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে নিন।
দই ফেস প্যাক (Curd face pack)
ফেশিয়ালের শেষ ধাপ হল ফেস প্যাক। ফেস প্যাক ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং খোলা লোমকূপ বন্ধ করে, যার ফলে ত্বকে ব্রণ ও দাগ-ছোপ হয় না। এর জন্য ১ চামচ দই, ১ চামচ অ্যালোভেরা জেল ও কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। এই প্যাকটি কিছুক্ষন মুখে লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।