- Home
- Lifestyle
- Lifestyle Tips
- শীত পড়তেই আলমারি থেকে বের করে গায়ে চাপিয়ে নিচ্ছেন গরম জামা? তার আগে অবশ্যই যত্ন নিন এই পদ্ধতিতে
শীত পড়তেই আলমারি থেকে বের করে গায়ে চাপিয়ে নিচ্ছেন গরম জামা? তার আগে অবশ্যই যত্ন নিন এই পদ্ধতিতে
গরম কাপড় আলমারি থেকে বের করে সরাসরি গায়ে চাপিয়ে নেওয়া মোটেও স্বাস্থ্যসম্মত না। কাজেই শীতের কাপড় ব্যবহারের পূর্বে বিশেষ কিছু দিকে খেয়াল রাখতে হবে।
- FB
- TW
- Linkdin
নভেম্বরের শুরু থেকেই বঙ্গে চলে এসেছে শীতের আমেজ।
ধীরে ধীরে আলমারির ভেতর থেকে বেরিয়ে পড়েছে চাদর, এরপর তালিকায় রয়েছে সোয়েটার, শাল অথবা লেদারের গরম জামাগুলিও।
কিন্তু, শীতের কাপড় আলমারি থেকে বের করে সরাসরি ব্যবহার করাও উচিত না।
কারণ, সারা বছর ধরে আলমারি বা বাক্সের ভেতরে পড়ে থাকা অব্যবহৃত গরম কাপড়গুলো ভ্যাপসা ভাবে নেতিয়ে থাকে।
সেইজন্যই, এসব কাপড় আলমারি থেকে বের করে সরাসরি গায়ে চাপিয়ে নেওয়া মোটেও স্বাস্থ্যসম্মত না।
শীতের কাপড় ব্যবহারের আগে অবশ্যই বিশেষ কিছু দিকে খেয়াল রাখতে হবে। তার জন্য রয়েছে কিছু টিপস।
১) সোয়েটার:
সোয়েটার ব্যবহারের আগে ধুয়ে নেওয়া ভালো। সোয়েটার মূলত উলের বা পশমের হয়ে থাকে। সেজন্যই, এটা ধুতে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার না করে ঠান্ডা জলে শ্যাম্পু অথবা কম ক্ষার-যুক্ত সাবান মিশিয়ে ধোওয়া উচিত। সাবানের সঙ্গে অল্প পরিমাণ ভিনিগার মিশিয়ে নিলে কাপড়টা আরো ঝকঝকে থাকবে,
সোয়েটার:
তবে সাদা কাপড়ের বেলায় সোয়েটার কখনই ব্রাশ বা হাত দিয়ে রগরে ঘষে বা কেচে ধোয়া উচিত নয়। এর দরুন সোয়েটারের আকার নষ্ট হয়ে যাবে। জলেতে ভিনিগার না মেশানোই ভালো। তার বদলে লেবুর রস মিশিয়ে নিলে উপকার পাওয়া যায়।
২) ফ্লানেলের কাপড় ও অন্যান্য চাদর:
এসব কাপড়ের ক্ষেত্রেও সাবান ও ডিটারজেন্ট দিয়ে না ধুয়ে শ্যাম্পু দিয়ে ধুলে কাপড়ের উজ্জ্বলতা ঠিক থাকে এবং ঘন্টা খানেক ভিজিয়ে রেখে সামান্য ঘষে নিলেই ময়লা পরিষ্কার হয়ে যায়। তবে , বেশি ময়লা হলে হালকা গরম জল মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন, এরপর সামান্য ঘষে নিলেই ময়লা উঠে যাবে, পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৩) কোট বা লেদারের কাপড়:
কোট আর লেদারের কাপড় ঘরে না ধুয়ে লন্ড্রিতে ড্রাই ক্লিন করিয়ে পরিষ্কার করতে হবে। এসব কাপড় ব্যবহারের সময় যতটা যত্নশীল হতে হয় তেমনি ব্যবহারের পর হালকাভাবে নরম ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে হ্যাংগারে ঝুলিয়ে রাখতে হবে।
৪) কাশ্মীরি ও পশমী চাদর:
এগুলো ব্যবহারের আগে ভালোভাবে রোদ লাগিয়ে গায়ে দিতে হবে। এই চাদরগুলো সারাসরি জল দিয়ে ধোওয়া উচিত না। এগুলো কেবল ড্রাইওয়াশ করাতে হয়।
৫) মোজা, মাফলার ও টুপি:
শীতে সোয়েটার, চাদরের চেয়ে বেশি ময়লা হয় মোজা, টুপি ও মাফলার। কাজেই কয়েকদিন পরপর এগুলো সাবান অথবা হালকা ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার রাখতে হবে।