সংক্ষিপ্ত

ঘন ঘন মূত্র ত্যাগের প্রয়োজন পড়ছে! ক্যান্সার নয়তো? এক্ষুনি সাবধান হন

পুরুষদের মধ্যে ভীষণ ভাবে বাড়ছে প্রস্টেট ক্যানসারের সমস্যা। ৬৫ বছরের বেশি বয়সের পুরুষদের মধ্যে এই রোগ ভয়াবহ আকারে ধরা পড়ছে। তবে এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন অল্প বয়সীরাও। আর তার কারণেও অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন চিকিৎসকেরা।

তবে প্রথম স্টেজে ধরা পড়লে এই রোগে সমপূর্ণ ভাবে নির্মূল হওয়া সম্ভব। কিন্তু দেরি হলেও বিপদ বাড়তে থাকে। এই রোগে আক্রান্ত হলে বেশ কিছু লক্ষণ দেখা দেয়।

আসুন জেনে নেওয়া যাক সেই লক্ষণ গুলি কী কী?

এই রোগে আক্রান্ত হলে সবার আগে আক্রান্তের মূত্রজনিত সমস্যা দেখা দেয়।

মূত্র ত্যাগের সময় জ্বালাজ্বালাভাব দেখা দেয়। এমনকী ব্যাথা অনুভব হতে পারে।

রাতের দিকে ঘন ঘন মুত্র ত্যাগের প্রয়োজন হয়।

এই দুটি লক্ষণ দেখলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ঠিক সময়ে চিকিৎসা না হলে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে ক্যান্সার। এ ছাড়াও যে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হল-পা ও পেলভিক অঞ্চলে ব্যাথা।

নিতম্ব, পা ও পায়ের পাথা শিথিল হয়ে যাওয়া।

হাড়ে যন্ত্রণা হওয়া।